জট কাটল! সই সাবুদ শেষ, লাল-হলুদের কোচ সম্ভবত রবি ফাওলার

সম্ভবত আইএসেলে খেলার জট কাটল ইস্টবেঙ্গলের। সমাধান সূত্র বেরিয়ে এলো ভার্চুয়াল বৈঠক থেকে। বুধবার সকালে ফাইনাল ড্রাফট ও কাগজপত্র জমা দেওয়া হয়েছে। শেষমেশ টার্ম শিটে সই করে তা পাঠিয়ে দিচ্ছেন ক্লাবকর্তারা। শ্রী সিমেন্টের সলিসিটর ফার্ম ‘খৈতান হাউস’-এ পেপারওয়ার্ক জমা করবে ইস্টবেঙ্গল ক্লাব। কাগজপত্র পরীক্ষা করবে শ্রী সিমেন্ট।

বিগত ৪৮ ঘন্টায় জট কাটল কোন অঙ্কে? ক্লাব সদস্যদের আপত্তি ছিল মূলত তিনটি শর্ত নিয়ে। তারা চেয়েছিল এই শর্ত প্রত্যাহার করা হোক। শেষ পর্যন্ত এই শর্ত প্রত্যাহার করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কী পরামর্শ দিয়েছেন সে নিয়ে প্রশ্ন রয়েছে। ১৮টি শর্তই কী মেনে নেওয়া হয়েছে? এ নিয়ে ক্লাব বা শ্রীসিমেন্ট স্পিকটি নট। তবে একটি সূত্র জানাচ্ছে, সোমবার থেকে রাজ্য সরকার ও রিলায়েন্স উভয় পক্ষের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আর তাতেই সম্ভবত সমাধানের রাস্তা খুলেছে। সদস্য সমিমর্থকদের দাবি নাকি অনেকটাই মেনে নেওয়া হয়েছে।

ক্লাবকর্তাদের কয়েকজন জানিয়েছেন, সম্ভবত বৃহস্পতিবার থেকেই ফুটবলার-কোচেদের চুক্তিপত্রে সই করা শুরু হয়ে যাবে। এই পর্ব শেষ হলেই নাম ঘোষণা করা হবে। ফাইনাল টার্ম শিটে ক্লাব সই করে দেওয়ার পর “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন” নামের এই নতুন কোম্পানির চুক্তিপত্রেই দেশি-বিদেশি নতুন ফুটবলারদের সইসাবুদ হবে। যাঁদের পুরনো কোম্পানির সঙ্গে চুক্তি আছে সেই বলবন্ত, বিনীতদের চুক্তিও ট্রান্সফার হয়ে যাবে “শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন”-এর খাতায়।

আরও পড়ুন- ধর্ষণে অভিযুক্তরা কি কঙ্গনার ভাই? কটাক্ষ সঞ্জয় রাউতের

ক্লাবের স্পোর্টিং রাইটস শ্রী সিমেন্টের পেয়েছে। কিন্তু এএফসি’র ক্লাব লাইসেন্সিংয়ের জন্য কাগজপত্র তৈরি হচ্ছিল না। এই কারণের জন্যই মূল চুক্তি আটকে ছিল। নতুন কোম্পানির নামে কাগজ তৈরি, সিইও নিয়োগ, বোর্ড গঠন, অপারেশন ম্যানেজার নিয়োগ সব থমকে ছিল। এখন থমকে থাকা সব কাজ যুদ্ধকালীন ভিত্তিতে করতে হবে। কোচ, সাপোর্ট স্টাফ, বিদেশি ফুটবলার সই করাতে হবে আগে। কারণ, ট্রান্সফার উইন্ডোর সময় শেষ হয়ে এসেছে। লিভারপুল লেজেন্ড-এর রবি ফাওলারই সম্ভবত কোচ হচ্ছেন ইস্টবেঙ্গলের। তিনি ইতিমধ্যে কোন বিদেশি ফুটবলারদের নেবেন তার একটা তালিকা তৈরি করে রেখেছেন। আগামী সাত দিন ইস্টবেঙ্গল ও শ্রীসিমেন্ট কর্তাদের নিঃশ্বাস ফেলার সময় নেই। দেখার বিষয় এই পর্বে এসে ইস্টবেঙ্গল কতখানি হোঁচট খায়। তার কারণ, চুক্তির প্রথম পর্ব থেকেই প্রতি পদে ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার স্বপ্ন। কর্তাদের ধারণা, বুধবারের পর শনির দশা কাটল।

আরও পড়ুন- স্কাইডাইভিং ১০৩ বছরের যুবকের! কুর্নিশ জানালো গোটা বিশ্ব