Monday, August 25, 2025

হাথরাস ধর্ষণকাণ্ড নিয়ে কেন চুপ কঙ্গনা রানাওয়াত? কেন এই বীভৎস ঘটনার পর উত্তরপ্রদেশের যোগী সরকার নিয়ে কোনও রকম বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে না অভিনেত্রীর মুখে? ধর্ষণে অভিযুক্তরা কি কঙ্গনার ভাই? শিবসেনার মুখপত্র সামনায় সেই প্রশ্ন তুলেছেন দলের নেতা ও সাংসদ সঞ্জয় রাউত৷ প্রসঙ্গত বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং পরবর্তী সময়ে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সোচ্চার হন কঙ্গনা৷ এমনকী, তিনি মহারাষ্ট্রকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গেও তুলনা করেন৷ তাঁর মতে, মহারাষ্ট্রে আইন ও সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সেখানে কারুর কোনও স্বাধীনতা নেই৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই এবার কঙ্গনার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন শিবসেনা নেতা সঞ্জয়৷ তাঁর প্রশ্ন, যদি মহারাষ্ট্রের প্রতি এমন কুৎসিত মন্তব্য করতে পারেন এই অভিনেত্রী, তাহলে উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা নিয়ে কেন যোগী সরকারের কাছে কোনও প্রশ্ন রাখছেন না? তাহলে কি ধর্ষণে অভিযুক্তরা কঙ্গনার ভাই? যে কোনও অন্যায়ের বিরুদ্ধে সুর চড়ান বলে দাবি করেন যে অভিনেত্রী, তিনি কেন এই অপরাধের পর চুপ, সেই প্রশ্ন করেছেন সঞ্জয় রাউত৷ পাশাপাশি কঙ্গনা রানাওয়াতের নাম না করে শিবসেনার মুখপত্র সামনা পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, হাথরাসে গণধর্ষণ ও নির্মম অত্যাচারে তরুণীর মৃত্যুর ঘটনায় ওই অভিনেত্রী গ্লিসারিন ব্যবহার করেও দু’ফোঁটা চোখের জল ফেলেননি।

আরও পড়ুন- বন্ধ নবান্ন: অভিযান জারি বিজেপির, প্রস্তুত পুলিশ-প্রশাসন

যদিও ঘটনার পর টুইট করে কঙ্গনা হাথরাস কাণ্ডে দুঃখপ্রকাশ ধর্ষকদের সর্বসমক্ষে গুলি করে মারার কথা বলেছিলেন। তবে তাতে উত্তরপ্রদেশ প্রশাসন বা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে টুঁ শব্দ করেননি। এমনকী পরিবারের অনুমতি ছাড়া যেভাবে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেয় উত্তরপ্রদেশ পুলিশ, সেই নিয়েও কোনও প্রতিবাদ করেননি কঙ্গনা৷

 

Related articles

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...
Exit mobile version