নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত ০.০১ শতাংশ সাফল্য নিয়েও মঞ্চে নামে বিরোধী দলগুলিকে ভয় দেখাতে। ২০২৬ বিধানসভা নির্বাচনের তার বাধার চেষ্টা বাংলায় করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই তার ধরে ফের রাজ্যে ইডি (ED)। এবার তল্লাশি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে।
নিয়োগ মামলায় আগেও তল্লাশির, গ্রেফতারির মুখে পড়েছেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jibankrishna Saha)। ফের একবার জীবনকৃষ্ণের বড়ঞার বাড়িতে সোমবার সকালে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই সঙ্গে তল্লাশি হয় জীবনকৃষ্ণের রঘুনাথগঞ্জের শ্বশুরবাড়ি ও বীরভূমের সাঁইথিয়ার আত্মীয়ের বাড়িতে। তাঁর আত্মীয় মায়া সাহা সাঁইথিয়ার কাউন্সিলর।
আরও পড়ুন: সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!
এর আগে ২০২৩ সালে নবম-দশম নিয়োগ মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। ২০২৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মঞ্জুর হয় তাঁরা। এবার তাঁর বিরুদ্ধে জেগে উঠেছে ইডি। সোমবারও জীবনকৃষ্ণ নিজের মোবাইল ফোন পাশের নর্দমার ধারে ফেলে দেন বলে ইডি-র অভিযোগ। এদিন জীবনকৃষ্ণের গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ চালায় ইডি।
–
–
–
–
–
–