Saturday, August 23, 2025

হুগলি জেলার অন্যতম প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম কোন্নগরের ঘোষাল বাড়ির পুজো। এই বাড়ির পুজো ৫৬৬ বছরে পড়ল। করোনার আবহে এ বছরের পুজো কিছুটা হলেও সংক্ষিপ্তভাবে করা হচ্ছে।
কোন্নগর ঘোষাল পরিবারের অন্যতম সদস্য প্রবীর ঘোষাল জানালেন, এই বাড়ির পুজো দীর্ঘ ৫৬৬ বছর ধরে চলে আসছে। আশপাশের এলাকার বহু মানুষ এই ঘোষাল বাড়ির পুজোয় অংশ নেন ।প্রতিবছর সপ্তমী থেকে দশমী অবধি এই পুজো প্রাঙ্গণে পরিবার সহ পাড়া-প্রতিবেশী সকলে একসঙ্গে পংক্তি ভোজন করে। কিন্তু এ বছর করোনার মারণ ব্যাধির কারণে বাড়তি সতর্ক আমরাও। তাই যা কিছু হবে তা সংক্ষিপ্ত আকারে।
এই বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ।ওস্তাদ বড়ে গোলাম আলি খান থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো প্রথিতযশা শিল্পীরা কোনও না কোনও সময়ে এখানে এসে সঙ্গীত পরিবেশন করেছেন। কিন্তু এবারের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি হবে, সেটা খুবই ছোট করে করা হচ্ছে, এবং পরিবারের সদস্যরাই তাতে অংশ নেবেন।
এখানকার পুজোয় বৈশিষ্ট্য হল, মাকে যে মিষ্টি নিবেদন করা হয় তা কিন্তু বাইরে থেকে আসে না, রীতি অনুযায়ী এবাড়ির মেয়েরা নাড়ু তৈরি করে সেই নাড়ু মাকে মিষ্টি হিসেবে দেন ।এছাড়াও এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো, দশমীর দিন বাড়ির মা, কাকিমা ,জেঠিমা মিলে মাকে বরণ করেন। তবে তার আগে তারা পান্তা ভাত এবং ইলিশ মাছ খাওয়ার রীতি পালন করেন। বিসর্জনের পর আদা এবং ছোলা খেয়ে তারপর মিষ্টিমুখ করা হয়। কিন্তু এ বছরে আমাদের মন খুবই খারাপ কারণ যেহেতু একটা মহামারীর প্রকোপ শুরু হয়েছে যার জন্য বহু মানুষ আত্মীয়-স্বজন তারা এবারে আসতে পারবেন না ।বিশেষ করে বরণের সময় তাদের খুব মিস করব ।কারণ কোন্নগর ঘোষাল বাড়ির সিঁদুর খেলা এই পুজোর একটা অন্যতম বৈশিষ্ট্য। যা শুধুমাত্র বাড়ির পরিবারের সদস্যরা নয় পাড়া-প্রতিবেশীর বাড়ি থেকে মা, কাকিমারা আসেন। কিন্তু এবারে যেহেতু একটা মহামারি চলছে তাতে কতটা করা যাবে সেইটাই প্রশ্ন , কারণ সবকিছু করতে হবে বিধি মেনে এবং সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version