Thursday, November 13, 2025

বন্ধ নবান্ন: অভিযান জারি বিজেপির, প্রস্তুত পুলিশ-প্রশাসন

Date:

বৃহস্পতিবার, বিজেপির নবান্ন অভিযান। আর সেদিনই জীবাণুমুক্ত করার জন্য বন্ধ থাকছে নবান্ন। তবে একদিন নয়, বৃহস্পতি এবং শুক্র দুদিন স্যানিটাইজ করার জন্য নবান্ন বন্ধ থাকবে। আধিকারিক ও কর্মচারীদের নবান্ন চত্বরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সন্ধেয় যখন এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, তখন নবান্ন অভিযানের শেষ লগ্নের প্রস্তুতিতে গেরুয়া শিবির।

রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো-সহ একাধিক অভিযোগ তুলে তার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুবমোর্চা।

কী বলছে বিজেপি
অভিযানের দিনই স্যানিটাইজ করার জন্য দুদিন নবান্ন বন্ধের সিদ্ধান্তকে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু বলেন, এর থেকেই প্রমাণ রাজ্য প্রশাসন বিজেপিকে ভয় পাচ্ছে। একই সুর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথাতেও। তবে, বৃহস্পতিবারের কর্মসূচি হবেই বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

কোন পথে অভিযান
বিজেপি সূত্রে খবর, কলকাতা ছাড়া হাওড়া শহরে দুই প্রান্ত থেকে দুটি মিছিল যাবে নবান্নে।
একটি সাঁতরাগাছি বাস টার্মিনাস হয়ে কোনা এক্সপ্রেসের পথ ধরে ক্যারি রোড হয়ে নবান্নে পৌঁছনোর কথা।
অন্য মিছিলটি হাওড়া ময়দান হয়ে জিটি রোড অথবা ফোরসর রোড হয়ে কাজিপাড়া দিয়ে ঢোকার চেষ্টা চালাবে।

প্রস্তুত পুলিশ-প্রশাসন
নবান্ন বন্ধ থাকলেও বিজেপির কর্মসূচি জারি রাখায় প্রস্তুত পুলিশ-প্রশাসনও। বুধবার, হাওড়ার শরৎ সদনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্য ও  জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা, হাওড়া পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল, একাধিক ডিআইজি পদমর্যাদার অধিকারিক, এসপি, ডিএসপি, বিভিন্ন থানার ওসি ও আইসি।


পুলিশ সূত্রে খবর,
• শহরকে ৫টি সেক্টরে ভাগ করা হচ্ছে
• প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে একজন ডিআইজি পদ মর্যাদার আধিকারিক
• মিছিল আটকাতে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়
• প্রত্যেকটি বলয় থাকছে কমব্যাট ফোর্স, ব়্যাফ, রোবোকপ। থাকছে জলকামান
• রাজ্যের বেশিরভাগ জেলা থেকেই আড়াইশোর বেশি পুলিশ আধিকারিক ইতিমধ্যেই হাওড়া পৌঁছেছেন
• বিভিন্ন জেলা থেকে বাহিনী পৌঁছেছে হাওড়া শহরে

দু তরফে নিজেদের প্রস্তুত রেখেছেন সবদিক থেকে। তবে নবান্ন বন্ধ থাকায় এই মিছিলের ধার যে অনেকটাই ভোঁতা হয়ে তা মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- এসব মেয়েদের দেহ তো ক্ষেতেই পাওয়া যাবে! জঘন্য মন্তব্য বিজেপি নেতার

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version