Tuesday, November 4, 2025

এসব মেয়েদের দেহ তো ক্ষেতেই পাওয়া যাবে! জঘন্য মন্তব্য বিজেপি নেতার

Date:

হাথরাসের নির্যাতিতা দলিত কন্যা সম্পর্কে কুৎসিত ইঙ্গিত করলেন বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব। গেরুয়া শিবিরের এই বিকৃতমনস্ক নেতা বলেন, এইসব মেয়েদের দেহ ক্ষেতে পাওয়া যাবে না তো কোথায় পাওয়া যাবে? মহিলাদের প্রতি এধরনের অসম্মানজনক ও জঘন্য মন্তব্য করার দায়ে এই ব্যক্তিকে নোটিস পাঠাল জাতীয় মহিলা কমিশন। ২৬ অক্টোবরের মধ্যে বিজেপি নেতাকে হাজির থেকে জবাব তলব করেছে কমিশন। মহিলা কমিশনের তরফে টুইট করে জানানো হয়েছে, হাথরাসের নির্যাতিতাকে নিয়ে বিজেপি নেতার মন্তব্য চরম অসম্মানজনক। কমিশনে উপস্থিত হয়ে তাঁর জবাবদিহি চাওয়া হয়েছে।

কী বলেছিলেন এই বিজেপি নেতা? হাথরাস কাণ্ডের প্রতিক্রিয়া দিতে গিয়ে এই ব্যক্তি বলেন, “বাজরার ক্ষেতে কীসের ঘাস কাটতে গিয়েছিল ওই তরুণী? এমন মেয়েদের দেহ তো ক্ষেতের মধ্যেই পাওয়া যাবে।” বিজেপি নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। বিতর্কের জেরে অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। এরপরই নড়েচড়ে বসে জাতীয় মহিলা কমিশন। কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা এই মন্তব্যের তীব্র সমালোচনা করে টুইট করেছেন, “উনি নেতা হওয়ার যোগ্যই নন। কোনও দলেরই নেতা হওয়ার যোগ্যতা নেই তাঁর। এমন নোংরা-বিকৃত মানসিকতার মানুষকে আমি নোটিস পাঠাচ্ছি।”

এদিকে, হাথরাস কাণ্ডে অভিযুক্তদের সমর্থনে সভা করায় প্রাক্তন বিজেপি বিধায়ক সহ ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। নিষেধাজ্ঞা উড়িয়ে নিজের বাড়িতে উচ্চবর্ণের মানুষদের নিয়ে হাথরাসের অভিযুক্তদের সমর্থনে সভা করেছিলেন বিজেপি নেতা রাজবীর সিং পেহেলভান। নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে বিষোদগার করছিলেন তাঁরা। এনিয়ে বিতর্ক বাড়তেই পদক্ষেপ করতে বাধ্য হল যোগী রাজ্যের পুলিশ।

আরও পড়ুন- এক সপ্তাহে ৩ বার! ফের রিলায়েন্সে বিদেশি বিনিয়োগের ঘোষণা

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version