Sunday, August 24, 2025

বেনজির! সততার ইস্যুতে প্রেসিডেন্সি জেলের সুপারকে সরাতে বলল কোর্ট

Date:

নজিরবিহীন এক নির্দেশের সাক্ষী থাকলো তমলুক আদালত। পিনকন চিটফান্ড মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে অপসারণের নির্দেশ দিলেন তমলুকের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মৌ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, জেল সুপারের বিরুদ্ধে তদন্ত করে ১০ দিনের মধ্যে সেই রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে।

ঘটনার সূত্রপাত গত ৩ অক্টোবর। ওইদিন পিনকন মামলায় দোষীদের সাজা ঘোষণা করে তমলুক আদালত। রায় ঘোষণার দিন পিনকন কর্ণধার মনোরঞ্জন রায়-সহ দোষীদের আদালতে হাজির করানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা কার্যকর করেননি প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার। যা আদালত অবমাননার সামিল। আইনের রক্ষক হয়ে আইনকেই বুড়ো আঙুল দেখিয়েছেন জেল সুপার। আর
সেই কারণেই তাঁকে অপসারণের নির্দেশ দিলেন বিচারক মৌ চট্টোপাধ্যায়। পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্তেরও নির্দেশ দিয়েছে আদালত।

শুধু জেল সুপার নয়, মনোরঞ্জনের স্ত্রী মৌসুমী রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করতে না পারায় ইকোনমিক অফেন্স বিভাগের ডিরেক্টর এবং কলকাতার নেতাজিনগর থানার ওসি’র ভূমিকা নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত এপ্রিল মাস থেকে ভর্তি রয়েছেন পিনকন চিটফান্ডের কর্ণধার মনোরঞ্জন রায়। প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ যা নিয়ে আদালতকে অবহিত করেনি বলেও অভিযোগ। পিনকন কর্তার কী রোগের চিকিৎসা হচ্ছে বা কী ধরণের চিকিৎসা হচ্ছে তা জানার জন্য
ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। স্বাস্থ্য দফতরকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পিনকন মামলায় সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায় ও তাঁর স্ত্রী মৌসুমী রায়-সহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কিন্তু আদালতের নির্দেশের পরও মৌসুমী রায় ফেরার। সাজাপ্রাপ্ত মনোরঞ্জন রায়ও যে কোনও দিন পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করেছে আদালত। তাই রাজ্যের স্বরাষ্ট্র দফতরকে আদালতের তরফে ৩ দফা নির্দেশনামা পাঠানো হয়। যেখানে জেল সুপারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version