আজ পাহাড় বৈঠক, ‘গোর্খাল্যান্ড’ বলা ভুল মানল দিল্লি, যাচ্ছে না রাজ্য

পাহাড়ের বৈঠক নিয়ে বিবৃতিতে ‘গোর্খাল্যান্ড’ লেখা ভুল বশত হয়েছিল, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। আজ পাহাড় নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের তরফে এই বৈঠকে কেউ থাকছে না তা পরিষ্কার করে দিয়েছেন মন্ত্রী গৌতম দেব। তাঁর স্পষ্ট কথা, প্রথমত, দার্জিলিঙ পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ। সেখানে এই ধরণের বিবৃতি কেন্দ্রের তরফে মানা যায় না। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ নিয়ে বৈঠক অথচ তা রাজ্যে সঙ্গে আলোচনা না করেই স্থির করা হয়েছে। এটা রাজ্যের অধিকারে হস্তক্ষেপ। আসলে কেন্দ্র ভাগাভাগির রাজনীতি করছে। ফলে রাজ্যের বৈঠকে থাকার প্রশ্ন নেই।

গোর্খাল্যান্ডের পরিবর্তে জিটিএ করা নিয়ে ক্ষুব্ধ বিমল গুরুং পন্থীরা। তাদের যুব মোর্চা বিজেপির অবস্থানে ক্ষুব্ধ। পাশাপাশি শোনা যাচ্ছে রোশন গিরিরাও কেন্দ্রের বিরোধিতা করার জন্য তৈরি। আর দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত জানান, পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে আমরা এই বৈঠকে যাচ্ছি।

রাজনৈতক মহল বলছেন, পাহাড় এই মুহূর্তে শান্ত। সমস্যাও নেই। তা সত্ত্বেও কেন বৈঠক? আসলে বিধানসভা ভোটের আগে কেন্দ্র পাহাড় নিয়ে রাজনীতি করছে। রাজ্য সরকারকে ‘ডিসটার্ব’ করার চেষ্টা। বাংলার মানুষ এ জিনিস বরদাস্ত করবেন না। ভোটেই তার জবাব দেবেন।