Tuesday, November 11, 2025

বালুরঘাটে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন, হাত ছেড়ে তৃণমূলে হেভিওয়েটরা

Date:

একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে শাসক দল। অন্যদিকে, ভাঙন অব্যাহত বিরোধী শিবিরে। বিজেপি থেকে শুরু করে কংগ্রেস কিংবা বাম, প্রত্যেকের ঘরে ফাটল ধরিয়ে ঘাসফুল শিবিরে যোগদান অব্যাহত। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তাঁর উন্নয়নের শরিক হতে অন্য দলের নেতা-কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে। হাতে তুলে নিচ্ছেন ঘাসফুলের পতাকা।

 

তারই অঙ্গ হিসেব এবার হাত ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন
দক্ষিণ দিনাজপুরে কংগ্রেসের একঝাঁক নেতা-কর্মী। বালুরঘাটে তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্রর হাত ধরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির দু’জন-সহ ব্লক ও অঞ্চল কমিটির একাধিক সভাপতি ও তাঁদের শ’দুয়েক অনুগামী ঘাসফুল শিবিরে যোগ দিলেন। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য ও সহ-সভাপতি সুমিত দত্ত, ওয়ার্কিং কমিটির আরেক সদস্য শুভজিৎ কুমার দত্ত, হিলি ব্লক যুব কংগ্রেসের সভাপতি সঞ্জয় সূত্রধর ও আইএনটিইউসি’র ব্যাংক ইউনিয়নের নেতা ছোটন ঘোষ-সহ আরও অনেকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। একুশের নির্বাচনের আগে যা দক্ষিণ দিনাজপুরে শক্তি বাড়ালো শাসকের।

বালুরঘাটে যোগদান অনুষ্ঠানে তৃণমূলের শিক্ষা সেলের অন্যতম নেতা তথা শিক্ষাবিদ অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি গৌতম দাস, চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী। অন্যান্যদের মধ্যে ছিলেন তৃণমূলের দুই কনভেনর ললিতা টিগ্গা, সুভাষ চাকি ও সাধারণ সম্পাদক রাজেন শীল।

ওমপ্রকাশ মিশ্র জানিয়েছেন, “যাঁরা তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসে থাকাকালীন সময় থেকে তাঁদের খুব ভালোভাবে চিনি। এঁরা এলাকায় বেশ পরিচিত ও দক্ষ সংগঠক। তাঁরা সকলেই মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু কংগ্রেসে সেই সুযোগ না পাওয়ায় তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তাই শীর্ষ নেতৃত্বের অনুমতিতে তাঁদের তৃণমূলে সামিল করে নেওয়া হলো।”

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version