Sunday, August 24, 2025

ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত শিক্ষাবিদ তথা বিজ্ঞানী আনন্দদেব মুখোপাধ্যায়

Date:

ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা বিজ্ঞানী আনন্দদেব মুখোপাধ্যায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বয়স হয়েছিল ৭৫ বছর। দিন দশেক আগে ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তাঁর।

বছর কয়েক আগে প্রয়াত হয়েছেন স্ত্রী। একমাত্র মেয়ে থাকেন আমেরিকায়। কলকাতায় একাই থাকতেন আনন্দদেব মুখোপাধ্যায়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হলো না। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন মৃত্যু হয় তাঁর। সমুদ্রবিজ্ঞানী হওয়ার পাশাপাশি রাজ্যের সাক্ষরতা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সাক্ষরতা আন্দোলন গড়ে তুলেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী এই শিক্ষাবিদ বামফ্রন্ট সরকারের সময়ে দিঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরেও তাঁর প্রভাব ছিল। ২০১২ সালে ওড়িশার নবীন পট্টনায়েক সরকার পুরী বিচের দূষণ ঠেকানোর জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গড়েছিল। তাতেও অন্যতম পরামর্শদাতা ছিলেন বর্ষীয়ান শিক্ষাবিদ।

বিশিষ্ট শিক্ষাবিদের মৃত্যুতে শোকের ছায়া শিক্ষা মহলে। আনন্দদেব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০০৬ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অবসর নেন আনন্দদেব মুখোপাধ্যায়। শিক্ষামহলের মতে, শিক্ষা -সাক্ষরতা -জনবিজ্ঞান আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। প্রাক্তন অধ্যাপকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায়ের মতো প্রতিবাদী বিজ্ঞানীর মৃত্যু সমাজের পক্ষে ক্ষতি বলে উল্লেখ করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। প্রয়াত শিক্ষাবিদ তথা বিজ্ঞানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সংগঠন।

আরও পড়ুন:স্কুলে গিয়ে ভাইরাসে আক্রান্ত রাজ্যের ২৭ পড়ুয়া!

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version