Wednesday, December 17, 2025

শেষপর্যন্ত ম্যাচ জিতে গিয়েছে কেকেআর। ১৬৮ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল চেন্নাই ৷ মাঝের ওভার গুলোতেও ম্যাচের রাশ নিজেদের দিকেই রেখেছিল ধোনি ব্রিগেড ৷ কিন্তু ফিনিশিং ঠিকঠাক করতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনির দলই ৷ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৫৭ রানই স্কোরবোর্ডে তুলতে সক্ষম হল চেন্নাই সুপার কিংস ৷ ১০ রানে ম্যাচ জিতে লিগ টেবলে তিন নম্বরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স ৷ কার্তিকদের সংগ্রহে এখন ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট ৷ নেট রানরেটও (+০.০০২) মোটামুটি ভদ্রস্থ রয়েছে কিং খানের দলের ৷
টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও খুব একটা বড় স্কোর খাড়া করতে পারেনি কেকেআর ৷  শুভমান গিল (১১), অ্যান্দ্রে রাসেল (২), ইয়ন মর্গ্যান (৭), নীতিশ রানা (৩) ৷ কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটিংয়ের ভরসা যাঁরা, প্রত্যেকেই বুধবার চূড়ান্ত ব্যর্থ ৷ তা সত্ত্বেও স্কোরবোর্ডে যে ১৬৭ রান উঠেছে, তার পুরো কৃতিত্ব রাহুল ত্রিপাঠির ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচেই প্রথম সুযোগ পেয়েছিলেন ৷ মর্গ্যানের সঙ্গে তাঁর মরিয়া লড়াই মনে রেখেছেন প্রত্যেকেই ৷ এদিনও কেকেআর সমর্থকদের নিরাশ করেননি ত্রিপাঠি ৷ ৫১ বলে ৮১ রান করেন তিনি ৷ মেরেছেন ৮টি চার এবং ৩টি ছক্কা ৷ তিনিই ম্যান অফ দ্য ম্যাচ ৷ অধিনায়ক কার্তিক করেন ১১ বলে ১২ রান ৷ সিএসকে বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান , শার্দুল ঠাকুর এবং কর্ণ শর্মা ৷ ৩টি উইকেট নেন ডোয়েন ব্র্যাভো ৷ দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়ে যারা প্রশ্ন তুলেছিলেন, এই জয়ে আপাতত তা ব্যাকফুটে ।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version