গরম ভাত আর কুমড়োর তরকারি: নবান্ন অভিযানে মেনু বিজেপি কর্মীদের

কথায় আছে পেটে খেলে, তবেই পিঠে সয়। আজকে নবান্ন অভিযান করতে মরিয়া বিজেপি কর্মী-সমর্থকদের পেট ভরে ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছেন নেতৃত্ব। নবান্ন অভিযানের সুর বেঁধে দিয়েছেন যুব মোর্চার সদ্য দায়িত্বপ্রাপ্ত জাতীয় সভাপতি তেজস্বী সূর্য। তাঁর স্লোগান ‘পায়ে পায়ে উড়িয়ে ধুলো, ৮ তারিখ নবান্ন চলো’।

বিজেপির অফিসে বুধবার রাত থেকেই শুরু হয়েছে থাকা-খাওয়ার আয়োজন। রাজ্য দফতরের সামনে প্যান্ডেল বেঁধে কর্মীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কুমড়ো, আলু, বাঁধাকপি, ও চাল‌। মেনুতে রয়েছে ভাত আলু-কুমড়ো তরকারি, বাঁধাকপির তরকারি। লক্ষাধিক কর্মী কলকাতায় আসছেন বলে দাবি বিজেপির।

সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে ৯ হাজারের উপর বাস ও গাড়ি আসছে। বাংলার বুকে ইতিহাস গড়বে বিজেপি, বলছে দলের শীর্ষ নেতৃত্ব। রাজ্যে গণতন্ত্র ফেরানো, দুর্নীতি দূরীকরণ এবং কর্মসংস্থান-সহ ৭ দফা দাবি নিয়ে এদিনের নবান্ন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া বাহিনী। বিজেপির মিছিলে অশান্তি এড়াতে বিভিন্ন রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে।

আরও পড়ুন:“ভয় পেয়েছে তৃণমূল, এই ভয় থাকা ভালো”, শহরে পা রেখে বললেন তেজস্বী সূর্য

Previous article“ভয় পেয়েছে তৃণমূল, এই ভয় থাকা ভালো”, শহরে পা রেখে বললেন তেজস্বী সূর্য
Next articleকরোনায় আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বললেন ট্রাম্প!