গরম ভাত আর কুমড়োর তরকারি: নবান্ন অভিযানে মেনু বিজেপি কর্মীদের

কথায় আছে পেটে খেলে, তবেই পিঠে সয়। আজকে নবান্ন অভিযান করতে মরিয়া বিজেপি কর্মী-সমর্থকদের পেট ভরে ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছেন নেতৃত্ব। নবান্ন অভিযানের সুর বেঁধে দিয়েছেন যুব মোর্চার সদ্য দায়িত্বপ্রাপ্ত জাতীয় সভাপতি তেজস্বী সূর্য। তাঁর স্লোগান ‘পায়ে পায়ে উড়িয়ে ধুলো, à§® তারিখ নবান্ন চলো’।

বিজেপির অফিসে বুধবার রাত থেকেই শুরু হয়েছে থাকা-খাওয়ার আয়োজন। রাজ্য দফতরের সামনে প্যান্ডেল বেঁধে কর্মীদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কুমড়ো, আলু, বাঁধাকপি, ও চাল‌। মেনুতে রয়েছে ভাত আলু-কুমড়ো তরকারি, বাঁধাকপির তরকারি। লক্ষাধিক কর্মী কলকাতায় আসছেন বলে দাবি বিজেপির।

সূত্রের খবর, বিভিন্ন জেলা থেকে ৯ হাজারের উপর বাস ও গাড়ি আসছে। বাংলার বুকে ইতিহাস গড়বে বিজেপি, বলছে দলের শীর্ষ নেতৃত্ব। রাজ্যে গণতন্ত্র ফেরানো, দুর্নীতি দূরীকরণ এবং কর্মসংস্থান-সহ ৭ দফা দাবি নিয়ে এদিনের নবান্ন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া বাহিনী। বিজেপির মিছিলে অশান্তি এড়াতে বিভিন্ন রাস্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে।

আরও পড়ুন:“ভয় পেয়েছে তৃণমূল, এই ভয় থাকা ভালো”, শহরে পা রেখে বললেন তেজস্বী সূর্য