Sunday, November 2, 2025

“করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ।” হোয়াইট হাউস থেকে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর এই মন্তব্যের বিস্তারিত কারণ ব্যাখ্যা করেননি ট্রাম্প। শুধু বলেছেন, এখন নির্বাচনী প্রচার ও বিতর্কে অংশগ্রহণের জন্য তিনি মুখিয়ে আছেন।

তবে ট্রাম্প বিতর্কে যোগ দিতে মুখিয়ে থাকলেও করোনা আক্রান্ত প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বিতর্কে মোটেই উৎসাহ নেই প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের। ডেমোক্র্যাট প্রার্থী নিজেই সে কথা সাংবাদিকদের জানিয়েছেন। করোনা পজিটিভ হওয়ার তিনদিনের মাথাতেই যেভাবে কোভিড প্রটোকল ভেঙে ট্রাম্প সারপ্রাইজ ভিজিট করতে হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন বা তারপর তড়িঘড়ি হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরে এসেছেন তাতে তাঁর কাজকর্মে উষ্মা প্রকাশ করেছেন বহু মানুষ। মার্কিন প্রেসিডেন্ট দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন বলে সরব ডেমোক্র্যাটরাও। জো বাইডেন বলেছেন, ট্রাম্প আদৌ পুরোপুরি সংক্রমণ মুক্ত হয়েছেন কিনা সেবিষয়ে কোনও তথ্য আমাদের কাছে নেই। তা না জেনে তাঁর সঙ্গে বিতর্কে যোগ দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী ১৫ অক্টোবর মিয়ামিতে ট্রাম্প ও বাইডেনের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু জো বাইডেন এখন করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে যোগ দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন আরও জানিয়েছেন, চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শের উপর ভিত্তি করে তিনি ওই বিতর্ক অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি ঠিক করবেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে অফিস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের চিকিৎসক সিয়ান কনলে জানিয়েছেন, ট্রাম্পের গত ২৪ ঘণ্টা ধরে করোনার কোনও উপসর্গ নেই এবং চারদিনের বেশি সময় ধরে তাঁর জ্বরও নেই।

আরও পড়ুন:এক সপ্তাহে ৩ বার! ফের রিলায়েন্সে বিদেশি বিনিয়োগের ঘোষণা

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version