Wednesday, December 17, 2025

করোনায় আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বললেন ট্রাম্প!

Date:

Share post:

“করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ।” হোয়াইট হাউস থেকে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর এই মন্তব্যের বিস্তারিত কারণ ব্যাখ্যা করেননি ট্রাম্প। শুধু বলেছেন, এখন নির্বাচনী প্রচার ও বিতর্কে অংশগ্রহণের জন্য তিনি মুখিয়ে আছেন।

তবে ট্রাম্প বিতর্কে যোগ দিতে মুখিয়ে থাকলেও করোনা আক্রান্ত প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বিতর্কে মোটেই উৎসাহ নেই প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের। ডেমোক্র্যাট প্রার্থী নিজেই সে কথা সাংবাদিকদের জানিয়েছেন। করোনা পজিটিভ হওয়ার তিনদিনের মাথাতেই যেভাবে কোভিড প্রটোকল ভেঙে ট্রাম্প সারপ্রাইজ ভিজিট করতে হাসপাতাল থেকে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন বা তারপর তড়িঘড়ি হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরে এসেছেন তাতে তাঁর কাজকর্মে উষ্মা প্রকাশ করেছেন বহু মানুষ। মার্কিন প্রেসিডেন্ট দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন বলে সরব ডেমোক্র্যাটরাও। জো বাইডেন বলেছেন, ট্রাম্প আদৌ পুরোপুরি সংক্রমণ মুক্ত হয়েছেন কিনা সেবিষয়ে কোনও তথ্য আমাদের কাছে নেই। তা না জেনে তাঁর সঙ্গে বিতর্কে যোগ দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী ১৫ অক্টোবর মিয়ামিতে ট্রাম্প ও বাইডেনের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু জো বাইডেন এখন করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে যোগ দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন আরও জানিয়েছেন, চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শের উপর ভিত্তি করে তিনি ওই বিতর্ক অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি ঠিক করবেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে অফিস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের চিকিৎসক সিয়ান কনলে জানিয়েছেন, ট্রাম্পের গত ২৪ ঘণ্টা ধরে করোনার কোনও উপসর্গ নেই এবং চারদিনের বেশি সময় ধরে তাঁর জ্বরও নেই।

আরও পড়ুন:এক সপ্তাহে ৩ বার! ফের রিলায়েন্সে বিদেশি বিনিয়োগের ঘোষণা

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...