Sunday, August 24, 2025

সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীনের এবার অভিনব থিম সং, উদ্যোক্তারাই শিল্পী

Date:

শুধু মণ্ডপসজ্জা, প্রতিমা বা খুঁটিপুজো নয়, সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গাপুজোর আরেক আকর্ষণ থিম সং। বিগত কয়েক বছর ধরে বিশিষ্ট শিল্পীদের দিয়ে থিম সং প্রকাশ করছে তারা। প্রকাশ হয় বড় করেই। কিন্তু এবছর একেবারেই আলাদা। সেই কারণে পুজোর বাজেট কমিয়ে দুঃস্থ মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আর সেই কারণেই এবার থিম সংও অন্যরকম।

ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ হল এবছরের থিম সং। কারণ এক জায়গায় বেশি মানুষ জড়ো হলে সংক্রমণ ছড়াতে পারে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সে কারণেই ডিজিটাল প্লাটফর্মকে বেছে নেওয়া হয়েছে বলে জানালেন তৃণমূল নেতা তথা এই দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ।

তবে শুধু উদ্বোধনেই নয়, এবছর থিম সং একেবারে আলাদা অন্য কারণেও। কোন বিশিষ্ট শিল্পী নয়, এটি উপস্থাপনা করেছেন এই পুজোর সঙ্গে যুক্ত চিরবসন্ত ক্লাবের সদস্যরা। ক্লাবের সভাপতি প্রবীর ভট্টাচার্য জানান, সারা বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন তাঁরা। এবার অতিমারি পরিস্থিতিতে সন্তোষ মিত্র স্কয়ারের থিম সং তাঁদের হাত ধরেই প্রকাশ হল। কথা, সুর ও ভাবনা নীলকণ্ঠর। নৃত্য নির্দেশনা করেছেন শিল্পা দে। প্রবীর ভট্টাচার্য, শিল্পা দেও রয়েছেন থিম সং-এর মিউজিক ভিডিওটিতে। সবমিলিয়ে নিউ নর্মালে একেবারে অন্যরকম থিম সং প্রকাশ করল সন্তোষ মিত্র স্কয়ার।

তবে মুন্সিয়ানা, পারদর্শিতায় কোথাও কিন্তু অভাব নেই এই অ্যামেচার শিল্পীদের। যেমন গানের কথা-সুর, তেমন নাচের ছন্দ-মন জয় করেছে সকলের। নিউ নর্মাল থেকে নর্মাল হয়ে যাওয়ার পরেও আগামী বছরে এই শিল্পীদের দিয়েই থিম সং স্বচ্ছন্দে প্রকাশ করতে পারে সন্তোষ মিত্র স্কোয়ার। কথায় বলে, যদি শুরুটা ভালো হয়, তাহলে বাকিটুকুও ভালো হয়। সন্তোষ মিত্র স্কয়ারের থিম সং দেখে মনে হচ্ছে এই কঠিন পরিস্থিতিতেও দুর্গাপুজোর ক’দিন ভালোই কাটবে বাঙালির।

আরও পড়ুন-কনক দুর্গা মন্দিরের সংস্কারে দু’কোটি বরাদ্দ মুখ্যমন্ত্রীর, ঘুরে দেখলেন মন্দির

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version