নবান্ন অভিযানে পিঠে পড়েছে পুলিশের লাঠি। শুক্রবারও ব্যথায় কাহিল বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজী সিংহরায়। তবে ঘটনার দিনেও রাতে কর্মীদের সঙ্গে বসেছিলেন। মারের দাগ দেখে ক্ষুব্ধ হলেও চাঙ্গা কর্মীরা। তাঁদের মতে, বর্ষীয়ান নেতাই যদি এভাবে মার খেতে পারেন, আমরাও লড়াই করব।
আরও পড়ুন-সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীনের এবার অভিনব থিম সং, উদ্যোক্তারাই শিল্পী
যদিও শিবাজীর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে রাজ্য দপ্তরে। কিন্তু জেলায় দীর্ঘ ব্যর্থতার ইতিহাসের পর এবার অভিজ্ঞ শিবাজী সভাপতি হওয়ায় দলের একাংশ উৎসাহিত। শিবাজী বৃহস্পতিবার মার খাওয়ায় কর্মীদের সহানুভূতিও পাচ্ছেন।