Saturday, May 3, 2025

উগ্র হিন্দুত্ববাদী এই তেজস্বী যাদবের বেলাগাম মন্তব্যে আরবের সঙ্গে সম্পর্ক ভাঙতে বসেছিল!

Date:

“ধর্মরক্ষার জন্য হিন্দুদের হাতে রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ একান্ত জরুরি।”

“৯৫% শতাংশ আরব মহিলারা গত কয়েকশো বছরে যৌনতৃপ্তি পাননি।”

“দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সচেতন না হলে মুঘল রাজ আর খুব বেশি দূরে নয়।”

এসব বক্তব্য কার জানেন কি? বৃহস্পতিবার রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে পাশে নিয়ে মিছিলে যিনি হাঁটলেন সেই যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যর। বেচাল মন্তব্য, সংখ্যালঘুদের হেয় করা, হিন্দু রাষ্ট্রের কথা সরাসরি বলা, সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে এমনিতেই এই তরুণ কুখ্যাত। এই রাজ্যে এসে বিতর্ক তৈরি না করলেও আগামী দিনে বিতর্ক তৈরির সব রাস্তা খুলে রেখে গিয়েছেন।

বেঙ্গালুরুতে জন্ম তেজস্বীর। ১৯৯০তে, অর্থাৎ এখন বয়স ঠিক ৩০। বাবা ছিলেন আইএএস অফিসার, মা স্কুল শিক্ষিকা। তেজস্বী কর্নাটকী সঙ্গীত দারুণ পরিবেশন করেন। চাইলে পেশাদার গায়কও হতে পারতেন। ইতিহাস পড়তে ভালবাসেন। আর সেই ইতিহাসকে হিন্দুত্বের ইতিহাসে পরিণত করার বেনজির চেষ্টা। কেন একথা বলছি? শুনুন তাহলে দক্ষিণ বেঙ্গালুরুর এই তরুণ সাংসদের তৈরি করা বিতর্ক—

২০১৮ সালে বিজেপি কর্নাটকের জয়নগর বিধানসভার ভোটে কংগ্রেসের কাছে হেরে গেলে তেজস্বী বলেন, মুসলিম ভোট এক হয়ে যাওয়ার কারণে এই হার। এবার বিজেপিকে হিন্দু দলে পরিণত করতে হবে।

একবার তেজস্বী এমন ট্যুইট করেন যে সেই কারণে ভারতের সঙ্গে আরবের সম্পর্ক প্রায় লাটে ওঠার জোগাড় হয়। ২০১৫ সালে তেজস্বী আরব বসন্ত নিয়ে বক্তব্য রাখেন। একটি ট্যুইটও করেন। ৫বছর পর ফের ট্যুইট সামনে আসে। ওই ট্যুইটে তেজস্বী পাকিস্তান জাত কানাডার লেখক তারিক ফতাহকে উদ্দেশ্য করে লেখেন, ৯৫% আরব মহিলা গত কয়েকশো বছরে কখনও যৌন তৃপ্তি পাননি। পরে দলের চাপেই তেজস্বীকে সেই ট্যুইট মুছতে হয়। নইলে আরব দেশ থেকে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ার প্রভূত সম্ভাবনা ছিল।

এই বছরেই হামবুর্গে স্টার্ট আপ সম্মেলনে স্পিকার হিসাবে আমন্ত্রণ জানানো হয়। জার্মানির প্রবাসী ভারতীয়রা কনস্যুলেট জেনারেলকে জানান, বক্তার তালিকা হতাশ করেছে। উগ্র হিন্দুত্ববাদী, সাম্প্রদায়িক রাজনীতির সমর্থক কেন তালিকায়?

সিএএ বা এনআরসি বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করতেই কু-শব্দ ব্যবহার করেন প্রকাশ্যে।

সাংসদ হওয়ার পর বিজেপি সরকারের নির্দেশে ১২১টি ট্যুইট মুছতে হয় তেজস্বী। তেজস্বী সুবক্তা হলেও আসলে যে উগ্র হিন্দুত্ববাদীদের তিনি সমার্থক তা বলার অপেক্ষা রাখে না। আর সেটা যে দেশের সংবিধানের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য বিরাট বাধা তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন-বিজেপির ‘নবান্ন অভিযানে’ আগ্নেয়াস্ত্র- সহ ধৃত যুবক তেজস্বী সূর্যর ‘সঙ্গী’

Related articles

করমণ্ডল উপকূলে মৎস্যজীবীদের উপর হামলা শ্রীলঙ্কার জলদস্যুদের

ফের মৎস্যজীবীদের উপর জলদস্যুদের হামলা। আহত কমপক্ষে ১৭ জন মৎস্যজীবী। শুক্রবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) করমণ্ডল উপকূলে। সেখানেই...

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে...

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version