Sunday, May 4, 2025

বাংলার মুখ্যমন্ত্রীর তৈরি দিঘার জগন্নাথ মন্দির অসাধারণ, বিতর্ক ঠিক নয়: মত পুরীর দৈতপতি রামকৃষ্ণের

Date:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিঘায় যে জগন্নাথ মন্দিরটি তৈরি করেছেন, সেটি অসাধারণ। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে পুরী ফিরে গিয়ে একথা জানালেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রবীণ দৈতপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র (Ramakrishna Das Mahapatra)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই বিষয় নিয়ে বিতর্ক ঠিক নয়।

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় ঐতিহাসিক মুহূর্তে উদ্বোধন হয় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple)। সেই সমগ্র অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিল দৈতপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। পুরী ফিরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় হয়ে, এই মন্দির ও মুখ্যমন্ত্রীর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্যোগে দিঘার জগন্নাথ মন্দিরটি অসাধারণ। পুরীর জগন্নাথ মন্দির চারটি ধামের মধ্যে পবিত্রতম ধাম। তবে বিশ্বজুড়ে প্রভু জগন্নাথের পুজোর জন্য মন্দির তৈরি করা হয়”।

দৈতপতি রামকৃষ্ণ জানান, “দিঘায় নিমকাঠের মূর্তিতে পুজো হবে। সেখানে পাথরের মূর্তিও থাকবে। জগন্নাথদেব সেখানে বসেছেন… পুরীর জগন্নাথ এবং বিশ্বের অন্যত্র আরও যে সব জায়গায় জগন্নাথ আছেন, তাঁদের পুজো বিধি, নিয়ম কানুন পুরোপুরি আলাদা। এখানে পুরীতে সকাল থেকে যতবার ভোগ হয়, পুজো হয়, তেমনটা সারা ভারতে আর কোথাও হয় না।” দৈতপতি কথায়, “জগন্নাথজির জন্যে যত প্রচার, প্রসার হবে ততই ভালো। আগে হাজার হাজার বছর ধরে সেবায়েতরা জগন্নাথজির প্রচার, প্রসার করার জন্যে গ্রামে গ্রামে ঘুরতেন। এখনও যেখানে জগন্নাথজির মন্দির হবে, আমাদের ডাকলে আমরা যাব।”
আরও খবর: ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

আর বিজেপি যে দিঘার মন্দিরকে কটাক্ষ করছে, তার মোক্ষম জবাব দিয়েছেন পুরীর দৈতপতি। বলেন, “পুরীর জগন্নাথ মন্দির (Jagannath Temple) এবং দিঘার মন্দির নিয়ে যে ঝগড়া হচ্ছে, তা অন্য ভাবে দেখা হচ্ছে। সেটা ঠিক নয়।”

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version