নাগাল্যান্ড ভারতের বাইরে হওয়ায় ডেলিভারি নয়, বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইল ফ্লিপকার্ট

ফ্লিপকার্ট নাগাল্যান্ডে কেন পণ্য সরবরাহ করে না, সেই প্রশ্ন তুলে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন কোহিমার এক বাসিন্দা। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফ্লিপকার্ট জানিয়েছিল,
নাগাল্যান্ড ভারতের বাইরে হওয়ায় কোহিমায় ডেলিভারি করা যাবে না। এমন অবাক মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় । রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়ে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। পরে ভুল বুঝতে পেরে অবশ্য পোস্টটি ডিলিট করে দিয়েছে তারা। কিন্তু তার আগেই ভাইরাল হয়ে গিয়েছে ফ্লিপকার্টের ওই মন্তব্যের স্ক্রিনশট। পরে ক্ষমা একটি পোস্ট করেছে ই-কমার্স সংস্থাটি।

আরও পড়ুন- ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, দুর্গাপুজোর আগেই আছড়ে পড়বে গতি!
কোহিমা ওই ব্যক্তি লিখেছিলেন, ‘কেন ফ্লিপকার্ট নাগাল্যান্ডে ডেলিভারি করে না? আমরা তো এখনও স্বাধীনতা পাইনি আর এখনও ভারতেরই অঙ্গ। সব রাজ্যের জন্য সমান নীতি থাকা উচিত’। নাগাল্যান্ডের জনপ্রিয় গায়ক অ্যালোবো নাগা ফেসবুকে তাঁর ভেরিফায়েড হ্যান্ডলে ফ্লিপকার্টের এমন কাণ্ড নিয়ে মজা করে লিখেছেন, ‘ধন্যবাদ এত তাড়াতাড়ি স্বাধীনতা দিয়ে দেওয়ার জন্য’।

Previous articleফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, দুর্গাপুজোর আগেই আছড়ে পড়বে গতি!
Next articleবয়স একটা সংখ্যা মাত্র, ৭৮- এ ‘ইয়ং ম্যান’ বিগবি