Wednesday, August 20, 2025

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি

Date:

রাজ্যে ক্রমশই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। রবিবার সংক্রমিতের সংখ্যা ৩ হাজার ৬১২ জন। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কোভিড-আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি।

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোয় সাধারণ মানুষকে সমস্ত কোভিড স্বাস্থ্য বিধি মেনে চলতে বলা হয়েছে। তবে পুজোর সময় সংক্রমিতের সংখ্যা বাড়তে পারে বলতে আশঙ্কা করছে চিকিৎসকেরা।

রবিবার সংক্রমণের হার বাড়লেও এ দিন কমেছে সুস্থতার হার। পাশাপাশি, ভাইরাস সংক্রমণের জেরে এক দিনে মৃত্যুর সংখ্যা কমলেও তা রাজ্য স্বাস্থ্য দফতরকে স্বস্তিতে দেওয়ার মতো নয়। স্বাস্থ্য দফতরের প্রকাশিত রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬১২ জন। চলতি বছরের ১৭ মার্চ পশ্চিমবঙ্গে প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া যায়। তার পর থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও গত বৃহস্পতিবারের আগে কখনই তা সাড়ে তিন হাজারের গণ্ডি পেরোয়নি। গত বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৫২৬জন। শুক্রবার সেই সংখ্যাকেও ছাপিয়ে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৫৭৩-এ। শনিবার তা বেড়ে পৌঁছয় ৩ হাজার ৫৯১-তে। এ দিন দেখা গিয়েছে আগেকার যাবতীয় রেকর্ড ভেঙেছে দৈনিক আক্রান্তের পরিসংখ্যান। সব মিলিয়ে এ রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৮০৬-এ।

আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি রাজ্যে বাড়ছে সুস্থতার হার। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গোটা রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা মোট ২ লক্ষ ৫৮ হাজার ৯৪৮ জন। ফলে এই মুহূর্তে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ হাজার ২৩৬।

আরও পড়ুন-আসন্ন শীতে বহুগুণ বাড়বে করোনা- সংক্রমণ, আশঙ্কা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Related articles

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...
Exit mobile version