Friday, August 22, 2025

মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল কুখ্যাত দুষ্কৃতী কানু গাজী। মাদক-সহ কানুকে নিউটাউনের থাঁকদারি লোহাপুল এলাকা থেকে গ্রেফতার হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে আড়াই লিটার কোডাইন মিক্সার উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কানু গাজী দক্ষিণ ২৪ পরগনার ভাঙর এলাকায় থাকে। দীর্ঘদিন ধরে এই পুলিশের খাতায় নাম থাকা এই কুখ্যাত দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে জালে ধরা দিল সে।

রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ভাঙড় এলাকার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। ধৃতের নাম কানু গাজি, বয়স ৪৫ বছর। ধৃত ভাঙড় এলাকারই বাসিন্দা। নিজেদের সোর্স মারফৎ পুলিশ জানতে পারে, নিউটাউন থাঁকদারি লোহাপুলের কাছে দীর্ঘক্ষণ ধরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে একজন। যার সঙ্গে মিল রয়েছে কানু গাজীর। এরপরই থাঁকদারি এলাকায় অভিযান চালিয়ে কানুকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ সূত্রে খবর, সল্টলেক-রাজারহাট-নিউটাউন চত্বরে একাধিক অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত সে। ভাঙড় এলাকায় বোমাবাজি, আগ্নেয়াস্ত্র উদ্ধার, কেএলসি এলাকায় চুরি, সল্টলেকে চুরির ঘটনায় অভিযুক্ত ধৃত কানু গাজী। গত একমাসে নিউটাউন এলাকায় পর পর বেশ কয়েকটি চুরি হয়। সেই চুরির ঘটনাতেও কানু জড়িত বলে মনে করছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। কানু গাজীকে হেফজাতে নিয়ে বিভিন্ন চুরির ঘটনায় জেরা করতে চায় পুলিশ। এদিন তাকে বারাসত আদালতে তোলা হয়।

আরও পড়ুন-কোভিড নেগেটিভ, তবু কোর্টে হাজিরা দিলেন না ছত্রধর

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version