Monday, November 10, 2025

বাণিজ্য নগরী মুম্বইতে সোমবার সকাল থেকেই লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ লোকাল ট্রেন চলাচল। জানা গিয়েছে, উত্তর-দক্ষিণ এবং মধ্য মুম্বইয়ের একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। যার মধ্যে রয়েছে থানে এবং নবি মুম্বই। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে খবর, বড়সড় গ্রিড বিভ্রাটের জেরে এই অবস্থা হয়েছে। সাধারণের সুবিধার জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ০২২-২২৯৬৪৭২৫ / ৭২৭ এবং ০২২- ২২৭০৪৪০৩ হেল্পলাইন নম্বর চালু করেছে।

এদিনের বিদ্যুৎ বিভ্রাটের ফলে চার্চগেট থেকে ভাসাই পর্যন্ত বন্ধ রেল পরিষেবা। ওয়েস্টার্ন রেলের এর পাশাপাশি এর প্রভাব পড়েছে সেন্ট্রাল রেলে। যার জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কাজকর্ম। মুম্বইয়ের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট তথা বেস্ট জানিয়েছে টাটাদের লাইনে বিভ্রাটের জন্যেই এই অবস্থা। টাটা পাওয়ার কোম্পানির গ্রিড ফেলিওরের কারণে চার্চগেট এবং বোরিভলির মধ্যেও বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। বেস্ট, টাটা, আদানি- প্রায় কোনও সংস্থাই এই মুহূর্তে বিদ্যুৎ দিতে পারছে না।

এদিন সকাল দশটা নাগাদ মুম্বইয়ের একাংশে লোডশেডিং হয়। মহারাষ্ট্রের মন্ত্রী নীতিন রাউত আশ্বাস দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই এই সমস্যা মিটে যাবে। মুম্বইয়ে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম লোকাল ট্রেন। সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন রেলের অধিকাংশ স্টেশনে এবং লাইনে দাঁড়িয়ে আছে ট্রেন। ফলে আটকে পড়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:স্লিপার কোচ সরিয়ে হাই স্পিড ট্রেন বাতানুকূল করার সিদ্ধান্ত রেলের

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...
Exit mobile version