স্লিপার কোচ সরিয়ে হাই স্পিড ট্রেন বাতানুকূল করার সিদ্ধান্ত রেলের

হাই স্পিড ট্রেনগুলিr ক্ষেত্রে সব নন এসি কোচ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। তার বদলে পুরো ট্রেন এসি হবে বলে জানা গিয়েছে। মূলত যে ট্রেনগুলি ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার বেগে চলে সেই সব ট্রেনে শুধুমাত্র এসি কোচ থাকবে বলে জানিয়েছে রেল। রেলের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ট্রেনগুলিতে কোনও স্লিপার কোচ থাকবে না।

রেল মন্ত্রকের এক শীর্ষকর্তা জানিয়েছেন, প্রযুক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিচ্ছে রেল। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বা তার বেশি গতির ট্রেনে এসি কোচ রাখা এখন বাধ্যতামূলক।” বাতাস এবং আবহাওয়া এই ক্ষেত্রে একটা বড় কারণ বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বেশিরভাগ মেল এবং এক্সপ্রেসের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। রেল সূত্রে খবর, স্লিপার কোচে ৭২টি বার্থ থাকে। নতুন কোচে ৮৩টি বার্থ থাকে। তবে রেল জানিয়েছে, ট্রেন যাত্রা আরামদায়ক হলেও ভাড়া বাবদ খুব বেশি খরচ হবে না। নতুন এসি কোচের ভাড়া এসি – ৩ চেয়ার কারের ভাড়ার সমতুল্য।

আরও পড়ুন:ভগবান বলেননি বাইরে বেরিয়ে জাঁকজমক করতে, উৎসবে সংক্রমণের আশঙ্কায় স্বাস্থ্যমন্ত্রী

Previous articleজিভাকে ধর্ষণের হুমকি দেওয়া কিশোর ধৃত গুজরাতে
Next articleপ্রয়াত প্রাক্তন ভারতীয় ফুটবলার কার্লটন চ্যাপম্যান