Wednesday, November 12, 2025

কথা ছিল ঝাড়্গ্রামের সভায় থাকবেন রাজ্যের সব নেতারা। লক্ষ্য ছিল, রাজ্য বিজেপি যে ঐক্যবদ্ধ তার চিত্রটা তুলে ধরা। কিন্তু এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি, সেই দিলীপ ঘোষই নেই। সৌজন্যে শরীর খারাপ। সে নিয়ে জল্পনা তুঙ্গে।

কৈলাশ শিবিরের বিরুদ্ধে বিজেপিতে অভিযোগ ছিল, শুধু মুকুল-মুকুল করেন তাঁরা। তাঁর বৃত্ত বলতে মুকুল আর তার সাঙ্গ-পাঙ্গরা। সেই বৃত্তের বাইরেও কৈলাশ কেন্দ্রীয় নেতা হিসাবে যে সমানভাবে গ্রহনযোগ্য, তা প্রমাণ করতে ঝাড়্গ্রামের সভার আয়োজন। থাকার কথা ছিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, থাকার কথা ছিল রাহুল সিনহারও। রাহুল সিনহা ‘আহত’ ও অবসৃত। আর দিলীপ ঘোষ অসুস্থ। রোদে-জলে পুড়ে দিলীপ অসুস্থ তো বটেই। কিন্তু এতখানি কী অসুস্থ, যে কারণে এমন গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকলেন না! বিজেপির অন্দরমহলের হাল-হকিকতের খবর যারা রাখেন, তাঁরা বলছেন, অসুস্থ তো একটা অজুহাত মাত্র, তাকে সামনে রেখেই দিলীপ তাঁর ‘নারাজগি’ কার্যত বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দিলেন দিল্লির নেতাদের নাটকের কুশীলব তিনি হতে পারবেন না। একদিকে তাঁকে কোনঠাসা করা হবে, অন্যদিকে তাঁকে ডেকে ঐক্য-ঐক্য খেলা হবে, এটা চলতে পারে না।

আশ্চর্যের বিষয় হলো, মঙ্গলবার ঝাড়গ্রামের সভায় যাদের দেখা গেল, তারা প্রায় সকলেই নব্য বিজেপি কিংবা দলবদলু কিংবা মুকুল রায়ের সহচর বলে পরিচিত। ঐক্যবদ্ধ বিজেপি দেখাতে গিয়ে আসলে কৈলাশ কী দেখানোর ‘ফন্দি’ করেছিলেন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুপুরের ঝাড়্গ্রাম।

আরও পড়ুন-তৃণমূলের মিছিল থেকে বারাকপুর অঞ্চলকে বাহুবলী মুক্ত করে শান্তি ফেরানোর বার্তা

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version