Sunday, November 9, 2025

বাড়ির অমতে সম্পর্ক, মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে আত্মঘাতী যুবক

Date:

বাড়ি থেকে মেনে নেয়নি যুগলের সম্পর্ক। সেই ক্ষোভে দিনকয়েক আগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী। মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল তার প্রেমিক। ওই কিশোরীর মৃত্যুর জন্য মারধর করা হয় ওই যুবককে। এমনকী এই মৃত্যুর জন্য ওই ছাত্রকে কাঠগড়ায় তোলা হয়। তাঁর দিকেই অভিযোগ তোলে মৃতার পরিবার। এবার আত্মঘাতী হলেন সেই প্রেমিক যুবক।

ঘটনা পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত রায়পুর এলাকার। মৃত যুবকের নাম অনিমেষ বাগ। প্রেমিকার মৃত্যুর পর মাসির বাড়িতে ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। অনিমেষের বাবার অভিযোগ, প্রেমিকার মৃত্যুর পর তার পরিবার মানসিক চাপ দিচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। পাশাপাশি এই ঘটনার জন্য ওই যুবককে দায়ী করে মারধরও করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাদনঘাট থানার অন্তর্গত চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। আত্মঘাতী যুবকের পরিবারের দাবি, তাদের ছেলের সঙ্গে একাদশ শ্রেণীর সম্পর্ক ছিল। কিন্তু মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে না নিতে পেরে মেয়েটির ওপর অত্যাচার করতে থাকে। সেই অত্যাচারের জেরেই মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। মেয়ের মৃত্যুর পরই ওই যুবককে দায়ী করে মৃতার পরিবার। সেই চাপ সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এই যুবক।

আরও পড়ুন:বেলঘাটায় ভয়ঙ্কর বিস্ফোরণ, উড়ে গেল ক্লাবের ছাদ! তারপর?

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version