Friday, August 29, 2025

তৃণমূলের মিছিল থেকে বারাকপুর অঞ্চলকে বাহুবলী মুক্ত করে শান্তি ফেরানোর বার্তা

Date:

শান্তি ফিরুক বারাকপুর শিল্পাঞ্চলে, হোক বাহুবলী মুক্ত- এই বার্তা নিয়েই টিটাগড়ে শান্তিমিছিল করল তৃণমূল কংগ্রেস। মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে মিছিল সামিল হন রাজ্যের আরেক মন্ত্রী তথা তৃণমূলের উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, সাংসদ সৌগত রায়, নির্মল ঘোষ, মদন মিত্র-সহ একাধিক তৃণমূলের নেতা-মন্ত্রী। বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডের পরে বারবার তৃণমূল স্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার, অর্জুন-গড়ে দাঁড়িয়েই মিছিল করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিল শাসকদল। এদিন, টিটাগড় থেকে বারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত মিছিল করে তৃণমূল। মিছিলের নজরদারিতে ছিল ড্রোন। পাল্টা মিছিল করবে বিজেপিও। শুক্রবার হবে গেরুয়া শিবিরের মিছিল। নাম দেওয়া হয়েছে হল্লা বোল ব়্যালি। মিছিলের শেষে ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, কোনোরকম ‘হাল্লাবোলই’ বারাকপুরের মানুষ সমর্থন করে না।

মণীশ শুক্লা হত্যাকাণ্ডে উত্তর প্রদেশ বিহার থেকে ভাড়াটে খুনি আনা হয়েছিল বলে অভিযোগ। শাসকদল অভিযোগ করে, উত্তর প্রদেশ, বিহারের কালচার চালু করার চেষ্টা করছে বিজেপি। সেই বারাকপুরকে ‘বাহুবলী’ মুক্ত করার ডাক দিয়ে পথে নামলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। তবে, এদিনের শান্তি মিছিলে শুধু তৃণমূলের নেতা-কর্মীরাই নন, প্রচুর সাধারণ মানুষ সামিল হন।

মণীশ খুনে সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি। রাজ্যপালের কাছে একাধিকবার গিয়ে এই নিয়ে আবেদন জানিয়েছেন বিজেপির নেতৃত্ব।

আরও পড়ুন-আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে ওয়েব মিররে “কলকাতা শ্রী” উদ্বোধন

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version