Friday, August 22, 2025

পুজোয় বাড়ি ফেরার হিড়িক, যাত্রী সংখ্যায় রেকর্ড দমদম বিমানবন্দরের

Date:

পুজোর গন্ধে মাতোয়ারা বঙ্গ। প্রতিবারের মতো এবারও শুরু হয়ে গিয়েছে ভিন রাজ্যে কর্মরত বাঙালির ঘরে ফেরার পর্ব। এদিকে সেই লকডাউনের সময় থেকে কার্যত বন্ধ রয়েছে ট্রেন পরিষেবা। ফলে বাড়ি ফিরতে একমাত্র উপায় আকাশপথ। যার জেরেই ফিরতি পথ ধরা বাঙালিকে সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে দমদম বিমানবন্দরকে। দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে রেকর্ড সংখ্যক যাত্রীর আগমন ঘটেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে দমদম বিমানবন্দরে দৈনিক গড় যাত্রী সংখ্যা ১৫ থেকে ২০ হাজার ছুঁয়েছিল। সোমবার সেই সংখ্যাটাই ৩৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।

লকডাউন পর্ব কাটিয়ে গত ২৮ মে থেকে দেশজুড়ে শুরু হয়েছিল অন্তর্দেশীয় বিমান পরিষেবা। এদিকে ট্রেন বন্ধ থাকায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই ঝুঁকেছেন বিমান পরিসেবার দিকে। ফলস্বরূপ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে বিমান যাত্রীর সংখ্যা। বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার অন্তর্দেশীয় বিমান কলকাতা এসেছে ১২৯ টি তাতে যাত্রী সংখ্যা ছিল ১৪,৬৮৮। পাশাপাশি কলকাতা থেকে দেশের বিভিন্ন শহরে ১৩৩ টি বিমান উড়ে গিয়েছে। সেখানে যাত্রীসংখ্যা ১৯,১১০। লকডাউন পরিস্থিতির পর বিমান পরিষেবা কতখানি প্রয়োজনীয় হয়ে উঠেছে তা এই তথ্যেই স্পষ্ট। জানা গিয়েছে, যে সমস্ত যাত্রী বর্তমানে বিমানে যাতায়াত করছেন তাদের ৭০ শতাংশই প্রথমবার বিমানে উঠছেন।

এদিকে অন্তর্দেশীয় বিমানের যাত্রী সংখ্যা এভাবে ব্যাপক বৃদ্ধি পাওয়ায় লাভের মুখ দেখছেন এয়ারলাইন্স সংস্থাগুলি। বর্তমানে সপ্তাহে তিন দিন কলকাতার সঙ্গে দিল্লি, মুম্বই, চেন্নাই, আমেদাবাদ, পুণে ও নাগপুরের মধ্যে বিমান যোগাযোগ চালু রয়েছে। পরিস্থিতি যা তাতে বিমান সংখ্যা বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। পুজোর মরশুম উপলক্ষে যাত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যে ফেরার পাশাপাশি পুজা উপলক্ষে ভিন রাজ্যে বেড়াতে যাচ্ছেন বহু মানুষ। সব মিলিয়ে ট্রেন বন্ধ থাকায় রাজ্যে পুজো উপলক্ষে যাত্রী পরিষেবায় বড়সড় লাভের মুখ দেখছেন বিমান সংস্থাগুলি।

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version