Sunday, November 9, 2025

অনলাইনে প্রতারণার ফাঁদ! ৬০০ টাকার শার্ট কিনে ‘ সর্বস্বান্ত’ দশা দম্পতির

Date:

এবার অনলাইন শপিং করতে গিয়ে সর্বস্বান্ত হলেন ব্যবসায়ী দম্পতি। ৬০০ টাকার শার্ট কিনতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হলো প্রায় লক্ষ টাকা।

ওষুধ ব্যবসায়ী দম্পতি জয়ন্ত চৌধুরী এবং ঝুমা চৌধুরী। অনলাইন শপিং সাইট অ্যামাজন থেকে একটি শার্ট অর্ডার করেন। শার্টটির দাম ৬০০ টাকার সামান্য কিছু বেশি। অনলাইনে অগ্রিম পেমেন্ট করেই শার্টটি অর্ডার করেন তিনি। কিন্তু ডেলিভারির পর দেখা যায় শার্টটি সাইজে ছোট হয়েছে। পাল্টাতে হবে। শার্টটি তখন রিটার্ন করতে চান ওই দম্পতি। আর তাতেই হয় বিপত্তি।

ঘটনা পশ্চিম মেদিনীপুর খড়্গপুরে। খড়গপুরের মালঞ্চের বাসিন্দা ওই ওষুধ ব্যবসায়ী দম্পতি। ওই দম্পতি জানিয়েছেন, শার্ট ফেরত দিতে চাওয়ায় কোম্পানির ডেলিভারি বয় তাঁদের একটি টোল ফ্রি নাম্বার দেয়। সেই নম্বরে ফোন করে সংস্থায় অভিযোগ জানাতে বলে। অভিযোগ, ওই টোল ফ্রি নম্বরে ফোন করার পরই প্রতারণার ফাঁদে পড়েন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখেন, ভিকি নামে এক যুবক তাঁদের অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার ৮৮৮ টাকা লুঠ করেছে। অভিযোগ ইউপিআই এর মাধ্যমে ওই পরিমাণ টাকা অ্যাকাউন্ট থেকে হাতিয়েছে। ঘটনায় খড়্গপুর টাউন থানায় এবং সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, গত কয়েক বছরে অনলাইন শপিং এর প্রবণতা বেড়েছে। করোনা আবহে তা আরও বেশি। বাইরে বেরিয়ে কেনাকাটার থেকে অনলাইন শপিং- এ ঝুঁকি কম। কিন্তু সেখানে আবার পাতা আছে প্রতারণার ফাঁদ। স্পষ্টতই, অনলাইনে শপিং এবং অনলাইনে টাকা লেনদেন কতটা সুরক্ষিত, তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:এটিএম থেকে বেরোচ্ছে না টাকা, অথচ অ্যাকাউন্ট ফাঁকা, চুরির অভিনবত্বে তাজ্জব প্রশাসন

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version