Saturday, August 23, 2025

অনলাইনে প্রতারণার ফাঁদ! ৬০০ টাকার শার্ট কিনে ‘ সর্বস্বান্ত’ দশা দম্পতির

Date:

এবার অনলাইন শপিং করতে গিয়ে সর্বস্বান্ত হলেন ব্যবসায়ী দম্পতি। ৬০০ টাকার শার্ট কিনতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হলো প্রায় লক্ষ টাকা।

ওষুধ ব্যবসায়ী দম্পতি জয়ন্ত চৌধুরী এবং ঝুমা চৌধুরী। অনলাইন শপিং সাইট অ্যামাজন থেকে একটি শার্ট অর্ডার করেন। শার্টটির দাম ৬০০ টাকার সামান্য কিছু বেশি। অনলাইনে অগ্রিম পেমেন্ট করেই শার্টটি অর্ডার করেন তিনি। কিন্তু ডেলিভারির পর দেখা যায় শার্টটি সাইজে ছোট হয়েছে। পাল্টাতে হবে। শার্টটি তখন রিটার্ন করতে চান ওই দম্পতি। আর তাতেই হয় বিপত্তি।

ঘটনা পশ্চিম মেদিনীপুর খড়্গপুরে। খড়গপুরের মালঞ্চের বাসিন্দা ওই ওষুধ ব্যবসায়ী দম্পতি। ওই দম্পতি জানিয়েছেন, শার্ট ফেরত দিতে চাওয়ায় কোম্পানির ডেলিভারি বয় তাঁদের একটি টোল ফ্রি নাম্বার দেয়। সেই নম্বরে ফোন করে সংস্থায় অভিযোগ জানাতে বলে। অভিযোগ, ওই টোল ফ্রি নম্বরে ফোন করার পরই প্রতারণার ফাঁদে পড়েন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখেন, ভিকি নামে এক যুবক তাঁদের অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার ৮৮৮ টাকা লুঠ করেছে। অভিযোগ ইউপিআই এর মাধ্যমে ওই পরিমাণ টাকা অ্যাকাউন্ট থেকে হাতিয়েছে। ঘটনায় খড়্গপুর টাউন থানায় এবং সাইবার সেল ডিপার্টমেন্টে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, গত কয়েক বছরে অনলাইন শপিং এর প্রবণতা বেড়েছে। করোনা আবহে তা আরও বেশি। বাইরে বেরিয়ে কেনাকাটার থেকে অনলাইন শপিং- এ ঝুঁকি কম। কিন্তু সেখানে আবার পাতা আছে প্রতারণার ফাঁদ। স্পষ্টতই, অনলাইনে শপিং এবং অনলাইনে টাকা লেনদেন কতটা সুরক্ষিত, তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে।

আরও পড়ুন:এটিএম থেকে বেরোচ্ছে না টাকা, অথচ অ্যাকাউন্ট ফাঁকা, চুরির অভিনবত্বে তাজ্জব প্রশাসন

 

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version