Saturday, November 8, 2025

এটিএম থেকে বেরোচ্ছে না টাকা, অথচ অ্যাকাউন্ট ফাঁকা, চুরির অভিনবত্বে তাজ্জব প্রশাসন

Date:

একেবারে অভিনব কায়দায় এবার এটিএম থেকে টাকা চুরিতে হাত পাকিয়ে ফেলল চোরের দল। হুগলিতে রক্ষীবিহীন অবস্থায় পড়ে থাকা একটি এটিএমে দীর্ঘদিন ধরেই চলছিল চুরি। সম্প্রতি সে তথ্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল চন্দননগর কমিশনারেটের পুলিশ। সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়ল তাতে এটিএম থেকে টাকা চুরির এহেন অভিনবত্বে রীতিমত তাজ্জব জেলা প্রশাসন। সিসিটিভি সূত্র ধরেই শুরু হয়েছে তদন্ত।

জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই রক্ষী বিহীন অবস্থায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম পড়েছিল উত্তরপাড়া কলেজ মোড়ে জিটি রোডের উপর। এটিএমটিকে নিয়ে অভিযোগ ছিল ভুরি ভুরি। টাকা তুলতে গিয়ে বেশিরভাগ সময়ই টাকা না পাওয়ার অভিযোগ উঠত এখানে। অথচ অ্যাকাউন্ট থেকে কাটা পড়ত টাকা। গত কয়েকদিনে এ রকমই একাধিক অভিযোগ প্রকাশ্যে আসার পর পুলিশকে গোটা বিষয়টি জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এবং মঙ্গলবার ওই এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। ফুটেজে দেখা যায় একজন এটিএম কাউন্টারে ঢুকে মেশিনের নীচের অংশ খুলছে। কার্ড ঢুকিয়ে মেশিন অপারেশনের পর যে ট্রেতে টাকা এসে পড়ে সেই ট্রের উপরে একটা প্লেট রেখে দিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে অন্য একজন এটিএমএ ঢুকে সেই প্লেট সরিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে আসছেন অমিত, প্রস্তুতি নিতে সায়ন্তন যাচ্ছেন শিলিগুড়ি

এ প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবির জানান, গ্রাহক টাকা তুলতে গেলে এটিএম মেশিন থেকে টাকা না বেরিয়ে ওই প্লেটের তলায় তা পড়ে থাকত। ফলে গ্রাহক বুঝতেই পারতেন না টাকা আদৌ বের হলো কিনা। পরে সময় বুঝে প্লেট সরিয়ে টাকা নিয়ে চলে যেত দুষ্কৃতীরা। পুলিশের অনুমান বড়সড় কোনও একটি দল গোটা ঘটনার সঙ্গে যুক্ত। সিসিটিভি সূত্র ধরে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version