দ্রুত বলবিন্দর সিংয়ের মুক্তির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড় এর কাছে যাচ্ছে তাঁর পরিবার। বুধবার দুপুরে বলবিন্দর সিংয়ের সঙ্গে হাওড়া থানায় গিয়ে দেখা করেন তাঁর পরিবারের সদস্যরা। ছেলে এবং স্ত্রী মিলে প্রায় আধ ঘন্টা কথা হয়। সেখানেই তাঁরা সিদ্ধান্ত নেন মুক্তির দাবিতে রাজভবনে যাবেন। তাঁদের অভিযোগ, অন্যায় ভাবে বলবিন্দরকে আটকে রাখা হয়েছে। পুলিশ বলেছে, বন্দুকের লাইসেন্স বৈধ হলে তা অপরাধ নয়। সেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:উত্তরবঙ্গে আসছেন অমিত, প্রস্তুতি নিতে সায়ন্তন যাচ্ছেন শিলিগুড়ি

