Friday, December 12, 2025

বান্ধবী সহ দুবাইয়ে দেব ও দাদা, চলল খাওয়া-দাওয়া ও জমাট আড্ডা

Date:

Share post:

বিশ্বজুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝেই আইপিএল জ্বরে ভুগছেন ক্রিকেটপ্রেমীরা। ভারত ছাড়িয়ে আরবের মাঠে শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই লীগ। সম্প্রতি সেখানেই মুখোমুখি দেখা হয়ে গেল দুই বাঙালি নক্ষত্রের। একজন বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গাঙ্গুলী। দ্বিতীয়জন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা সাংসদ দেব। দুবাইয়ের মাটিতে এই দুই বঙ্গ তারকার মুখোমুখি সাক্ষাতে খাওয়া-দাওয়া, ছবি তোলার পাশাপাশি চলল জমাটি আড্ডা। দেবের সঙ্গে ছিলেন তার বান্ধবী রুক্মিণীও। সুদূর দুবাই থেকে আসা সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়।

আইপিএলের কারণে বর্তমানে বেশিরভাগ সময়টা দুবাইতেই কাটাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। গত ৭ অক্টোবর কলকাতা থেকে দুবাই গিয়েছিলেন সৌরভ। সম্প্রতি ব্যক্তিগত কাজে সেখানে উপস্থিত হন অভিনেতা দেব ও তাঁর বান্ধবী রুক্মিণী। সেখানেই মঙ্গলবার দুপুরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ সময় কাটালেন দুজন। একত্রে লাঞ্চ করার পাশাপাশি চলল জমাটি আড্ডা। আড্ডার মাঝেই সৌরভের সঙ্গে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেব। রুক্মিণীর সঙ্গেও আলাদা করে তোলেন ছবি। আর এই ছবি মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবি পোস্টের সঙ্গে সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইলে দেব লেখেন, ‘দুপুরের খাবারের সঙ্গে এক অসাধারণ সময় কাটালাম। অনেকদিন পর ভালো খাওয়া-দাওয়া এবং ভাল আড্ডা। বাড়ির বাইরে থাকলেও দাদার সঙ্গে সাক্ষাৎ হলেই এক পরিবার সুলভ অনুভূতি তৈরি হয়।’

আরও পড়ুন: শর্তসাপেক্ষে মুক্তি : অতিমারিতে ‘ফিরোজা’য় দিন কাটছে খালেদার

উল্লেখ্য, আরব আমিরশাহীতে আইপিএলের কারণে বর্তমানে ভীষণ ব্যস্ত সৌরভ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে সশরীরে সেখানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর কলকাতায় ফিরে আসেন তিনি। গত সপ্তাহে ফের যান সেখানে। আগামী দু-একদিনের মধ্যেই কলকাতা ফেরার কথা রয়েছে তাঁর। আইপিএল চললেও প্রতিবারের মত দুর্গা পুজোটা কলকাতাতেই কাটাবেন দাদা। পুজো শুরুর আগে অবশ্য বোর্ডের এপেক্স কাউন্সিল বৈঠক রয়েছে আগামী ১৭ অক্টোবর। সেই বৈঠকে আলোচনা হবে ইংল্যান্ডের ভারত সফর এবং ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।

R

Ad2

Ad3

Ad4

Ad5

spot_img

Related articles

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...

প্রকাশিত নবম-দশম ইন্টারভিউ-এর তালিকা: রয়েছে ৪০ হাজার নাম

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুলে শিক্ষক নিয়োগের তৎপরতায় স্কুল সার্ভিস কমিশন। সেই মতো একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এর মধ্যেই...

মঙ্গলে খসড়া ভোটার তালিকা: প্রায় ২ কোটি ভোটারের শুনানির প্রস্তুতি কমিশনের

দেশের ছয় রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় বাড়ালেও বাড়েনি বাংলায়। বাংলার কমিশন দফতর সেভাবে সুপারিশ না করাতেই...