“দৃষ্টান্ত” উৎসবসংখ্যা: মুকুল কী করে দুই সরকারকেই পকেটে রাখছেন?

“দৃষ্টান্ত” উৎসবসংখ্যা প্রকাশিত।
বিস্ফোরক প্রচ্ছদকাহিনি- চাণক্যের অসাধ্যসাধন।
বিষয়: মুকুল রায় কী করে দুই সরকারের দুই এজেন্সিকে পকেটে ভরে নিজেকে নিরাপদ রাখছেন?
একদিকে কেন্দ্র সারদা ও নারদসহ মামলায় ছাড় দিচ্ছেন মুকুলকে। অন্যদিকে রাজ্যের সিআইডি মামলায় এফ আই আরে নাম থাকলেও এবং তথ্যপ্রমাণ থাকলেও চার্জশিটে মুকুল নেই। যেখানে অন্য বিজেপি নেতাদের জ্বালিয়ে মারছে পুলিশ। এই নিয়েই চাঞ্চল্যকর রিপোর্ট।
সম্পাদক জিষ্ণু চট্টোপাধ্যায় লিখেছেন-” কেন অভিষেক?”
পুজো নিয়ে দেবাশিস পাঠকের লেখা।
আরও একঝাঁক প্রতিবেদন।

আরও পড়ুন-দুর্গোৎসবের গাইড ম্যাপ প্রকাশ শুভেন্দুর, সভা থেকে প্রশংসা মুখ্যমন্ত্রীর