দুর্গোৎসবের গাইড ম্যাপ প্রকাশ শুভেন্দুর, সভা থেকে প্রশংসা মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই অন্যরকম ছবি। দীর্ঘ কয়েক মাস পরে সরকারি অনুষ্ঠানের প্রথম সারিতে শুভেন্দু অধিকারী এবং সামনে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা তাঁর। মঙ্গলবার, হলদিয়ার সুবর্ণজয়ন্তী ভবনে পূর্ব মেদিনীপুর জেলার দুর্গা উৎসবের গাইড ম্যাপ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে সমন্বয় সভারও সূচনা করেন। মন্ত্রী বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় কোভিড আক্রান্তের সংখ্যা অন্যান্য জেলার তুলনায় অনেক কম। তিনি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১৭ দিন বন্দি ছিলেন। এই বছর পুজোয় আড়ম্বর বন্ধ রাখার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী। পুজোগুলি ভার্চুয়ালে উদ্বোধন করতে এবং প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দেন।

করোনায় আক্রান্ত থাকার পরে, সুস্থ হয়ে মঙ্গলবার প্রথম সরকারি সভায় যোগদান করেন শুভেন্দু। ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলাশাসক পার্থ ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি দেবব্রত দাস, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ। সভা থেকে পুজোর সময় সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করে তিনি বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্কবার্তা প্রচার করছেন, সেটা মেনে চললে সংক্রমণ রোধ করা যেতে পারে। মেদিনীপুরের সব পুজোর ক্ষেত্রেও কড়া নিয়মানুবর্তিতা পালন করতে জেলাবাসীকে পরামর্শ দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে পুলিশ-প্রশাসনকে এ বিষয়ে কড়া নজর রাখতে বলেছেন।

আরও পড়ুন-কলকাতা-লন্ডন বিমান চালু করতে কেন্দ্রকে চিঠি নবান্নর

Previous articleভোটের মুখে ১৫ নেতাকে জেডিইউ থেকে তাড়ালেন নীতীশ
Next articleভয়ঙ্কর অত্যাধুনিক: শব্দের গতিকে তুচ্ছ করে শত্রুকে ধ্বংস করল রাশিয়ার নয়া মিসাইল