Tuesday, December 16, 2025

প্রবল বৃষ্টিতে ভাসছে হায়দরাবাদ,অন্ধপ্রদেশে হাই এলার্ট জারি : মৃত ১২

Date:

দিন তিনেক ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে তেলঙ্গানার বিভিন্ন জায়গায়। যার জেরে সেখানকার জনজীবন বিপর্যস্ত।
গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হায়দারাবাদে । বৃষ্টির জেরে অন্ধপ্রদেশে হাই এলার্ট জারি করা হলো। আবহাওয়া দফতর আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে । বিশাখাপত্তনমে জলের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ, ভেসে যাচ্ছে গাড়ি। রাস্তা দিয়ে বইছে জলস্রোত। বাড়ির ছাদে আটকে রয়েছেন সাধারণ মানুষ, নিচে থৈথৈ করছে শুধু জল। পরিস্থিতি এতটাই খারাপ যে আগামীকাল পর্যন্ত স্কুল, কলেজ এমনকি অফিস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন।
বৃষ্টির জেরে মঙ্গলবার রাতে পুরাতন হায়দরাবাদের একটি কম্পাউন্ডের দেওয়াল ভেঙে পড়ে। যার জেরে ৩ শিশু-সহ ৯ জনের মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টিতে গত ৪৮ ঘণ্টায় তেলঙ্গানাতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত ১৪টি জেলা ক্ষতিগ্রস্ত। হায়দরাবাদের বিভিন্ন এলাকাতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ১৫০ টি বহুতল খালি করা হচ্ছে। বেগম বাজার, খৈরতাবাদ, বেগমপেট, টলিচৌকি, মেহেদিপট্টনমের মতো অপেক্ষাকৃত নিচু এলাকার অবস্থা খুব সঙ্গীন। হুসেন সাগরের জলস্তর বেড়ে যাওয়াতেও আশেপাশের রাস্তা জলমগ্ন হয়েছে।প্রশাসনের
তরফে সাধারণ মানুষকে বাড়ির বাইরে বাইরে যেতে বারণ করা হয়েছে।এই প্রবল বৃষ্টির জেরে হায়দরাবাদের হিমায়ত সাগর বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে।


হায়দরাবাদ লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি ট্যুইট করে জানিয়েছেন, ‘#HyderabadRains। বান্দলাগুড়ার মহাম্মেডিয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেওয়াল ভেঙে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। ২ জন জখম হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পথে শামশাবাদে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের লিফট দিই। এখন আমি তালাবকাট্টা ও ইয়েসরাব নগরে যাচ্ছি।’বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে অতি ভারী বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওডিশায়। অন্ধ্রপ্রদেশের একশোরও বেশি এলাকায় ১১ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version