Thursday, August 28, 2025

কে মোষের আসল মালিক? তা খুঁজে বের করুক মোষেরাই। এই ঝামেলায় পুলিশ ঢুকবে না। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের দেওয়া দায়িত্ব ভালভাবেই পালন করেছে মোষেরা। নিজেরাই বুঝিয়ে দিয়েছে কে তাদের আসল মালিক?

সম্প্রতি এক আজব ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজে। দুই ব্যক্তির মধ্যে ঝামেলা বেঁধেছিল দুটি মোষের মালিকানা নিয়ে। গণ্ডগোল গড়ায় থানা পর্যন্ত। দুই ব্যক্তির বাদানুবাদে অতিষ্ঠ পুলিশ কর্মীরা বেগতিক দেখে মোষেদেরই আসল মালিক খুঁজে নেওয়ার দায়িত্ব চাপায় । উত্তরপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশের উপস্থিতবুদ্ধির প্রশংসায় নেটিজেনরা। জানা গিয়েছে, গত রবিবার দুটি মোষ বিক্রি হয়েছিল কনৌজের রাসুলাবাদে স্থানীয় পশু মেলায়। সেই পশু মেলা থেকে মোষ দুটি কিনে ফেরেন এক ব্যক্তি। এরপর মোষ দুটির ক্রেতার সঙ্গে আলিনগরের বীরেন্দ্র নামে এক ব্যক্তির ঝামেলা শুরু হয় এবং তা একসময় হাতাহাতি পর্যন্ত গড়ায়। বীরেন্দ্র ওই মোষগুলিকে নিজের বলে দাবি করতে থাকে। অন্যদিকে মোষ দুটির ক্রেতা জানান, তিনি মোষগুলি জলেশ্বরের বাসিন্দা ধর্মেন্দ্রর কাছ থেকে কিনেছেন। মালিকানা নিয়ে গণ্ডগোলে এরপর স্থানীয় তিরওয়া থানায় গিয়ে ধর্মেন্দ্রর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন বীরেন্দ্র। তাঁর দাবি ছিল, ধর্মেন্দ্র ওই মোষগুলি তাঁর বাড়ি থেকেই চুরি করেছেন।থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এরপর ধর্মেন্দ্রকে ডেকে পাঠায় পুলিশ। ধর্মেন্দ্র এসে নিজেকে পুরোপুরি নির্দোষ বলে দাবি করেন এবং জানান মোষ দুটিকে রাসুলাবাদের এক ব্যক্তিকে ১৯ হাজার টাকায় বিক্রি করেছিলেন। উভয়পক্ষের দাবি ও পাল্টা দাবির জটিলতায় তখন নাস্তানাবুদ অবস্থা তিরওয়া থানার সিনিয়র সাব ইনস্পেক্টর বিজয়কান্ত মিশ্রের। কোনও উপায় না দেখে মোষ দুটিকেই তিনি বলেন নিজেদের আসল মালিক খুঁজে নিতে। পুলিশকর্মীরা বীরেন্দ্র ও ধর্মেন্দ্রকে বলেন মোষদুটিকে নিজেদের কাছে ডাকতে। এরপরই দেখা যায়, মোষগুলি ধর্মেন্দ্রর ডাকে সাড়া দিয়ে এগিয়ে গেলেও একেবারেই পাত্তা দিচ্ছে না বীরেন্দ্রকে। দুই মোষের কাণ্ড দেখে পুলিশও বুঝে যায় কে আসল মালিক। এই বিচারে ধর্মেন্দ্রকেই মোষের মালিক হিসেবে স্বীকৃতি দেয় পুলিশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরপ্রদেশ পুলিশের এই কাণ্ডের কথা প্রকাশ্যে এসেছে। আইন আদালতের জটিলতা এড়িয়ে এই সহজ বিচার প্রক্রিয়া মন কেড়েছে মানুষের।

আরও পড়ুন-দিল্লি গিয়েও দেখা মিলল না নাড্ডার, বিপ্লবের প্রশংসা করেই ফিরলেন সুদীপ

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version