Tuesday, May 6, 2025

অন্ত্যেষ্টি বিতর্কে ‘গঙ্গাজল’ ঢালার চেষ্টা জেলাশাসকের, হাথরাসে ফের ধর্ষণ-খুন

Date:

হাথরাস গণধর্ষণ মামলায় জেলাশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। বিশেষ করে নির্যাতিতা তরুণীর অন্ত্যেষ্টির সময় তিনি কী করেছিলেন- সে বিষয়ে জানতে চায় আদালত। আর সেখানেই বেনজির যুক্তি দিলেন জেলাশাসক। জানালেন নির্যাতিতার অন্ত্যেষ্টির সময় চিতাতে কেরোসিন নয়, জারিকেন থেকে গঙ্গাজল ঢালা হচ্ছিল।

পরিবারের লোককে কাছে ঘেঁষতে না দিয়ে, কার্যত গৃহবন্দি করে মাঠের মধ্যে মধ্যরাতে জ্বালিয়ে দেওয়া হয় হাথরাসের নির্যাতিতা তরুণীর দেহ। তাই নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে যেভাবে খড়-পাতা দিয়ে, ‘কেরোসিন’ ঢেলে দেহ জ্বালিয়ে দেওয়া হয়; তাতে মৃতদেহের প্রতি অসম্মান করার অভিযোগ ওঠে। সেই অন্ত্যেষ্টির সময় সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক। তাঁর ভূমিকা নিয়েও আদালতে অভিযোগ জানানো হয়। সেখানেই এই বেনজির ‘তথ্য’ পেশ করলেন জেলাশাসক। তাঁর দাবি, জারিকেন থেকে চিতায় যে তরল ঢালা হচ্ছিল বলে ছবিতে দেখা গিয়েছে, তাতে কেরোসিন নয়; ছিল গঙ্গাজল। যেখানে আগুন জ্বালানো হচ্ছে সেখানে গঙ্গাজল জল ঢালার তাৎপর্য কী? তার ব্যাখ্যা অবশ্য মেলেনি জেলাশাসকের থেকে।

এদিকে এত বিক্ষোভ সমালোচনার মধ্যেই হাথরসেই এক ৬-বছরের কিশোরীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে তারই আত্মীয়র বিরুদ্ধে। পুলিশ আলিগড়ে অভিযুক্তর বাড়িতে হানা দিয়ে ওই বালিকাকে উদ্ধার করে। নির্যাতিতাকে প্রথমে আলিগড়ের হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে হাথরসের সাসনি এলাকায় এক শিশুকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রেও অভিযুক্ত যুবক নির্যাতিতা শিশুর আত্মীয় বলে খবর। পুলিশের সার্কল অফিসার রুচি গুপ্ত জানান, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনার পরে অনেকেরই মত, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকের যদি আদালতে এই বয়ান হয়, তাহলে সেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা যে তলানিতে ঠেকবে তা আশ্চর্য কী।

আরও পড়ুন-আসল মালিক কে? খোঁজার দায়িত্ব মোষেদের উপরেই চাপাল পুলিশ

Related articles

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...
Exit mobile version