Friday, August 22, 2025

চিনা ফৌজকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং, কীসের ইঙ্গিত?

Date:

Share post:

লাল ফৌজকে যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই নির্দেশ ঘিরে আন্তর্জাতিক মহলের প্রশ্ন, আগ বাড়িয়ে কার বিরুদ্ধে যুদ্ধ করতে নামবে চিন? প্রতিপক্ষ কি ভারত, নাকি আমেরিকা সহ অন্য কোনও শক্তি? করোনা বিশ্ব মহামারী তৈরির পর থেকেই আগ্রাসনের নীতি নিয়ে চলা চিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ দুনিয়ার বহু দেশ। লাদাখ সীমান্ত সংঘাত তৈরির পর চিনকে বিঁধে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ। আগ্রাসী মনোভাবের জন্য বিশ্বজুড়েই শত্রু বাড়ছে বেজিংয়ের। এই আবহে এবার চিনা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলে উপমহাদেশে আরও উত্তেজনা বাড়ালেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই।

চিনা সংবাদ সংস্থা ঝিংহুয়াকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার গুয়াংডং-এর সামরিক ঘাঁটি পরিদর্শনে যান। সেখানে তিনি লাল ফৌজের উদ্দেশে বলেন, নিজেদের মন ও জীবনীশক্তিকে তুঙ্গে রেখে এখন থেকেই যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ সতর্কতা জারি রাখতে হবে সেনাবাহিনীকে। পিপলস লিবারেশন আর্মি ও নৌবাহিনীর উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, দায়বদ্ধতা, বিশ্বাসযোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। একইসঙ্গে তিনি বিভিন্ন জায়গায় সেনা পরিকাঠামো নির্মাণ দ্রুত শেষ করার উপর জোর দিয়েছেন। চিনা প্রেসিডেন্ট যুদ্ধ প্রস্তুতির কথা বললেও তার লক্ষ্য নির্দিষ্টভাবে ভারত কিনা, তা এখনও স্পষ্ট নয়। অনেকেই বলেছেন, চিনের এখন একাধিক শত্রু। তাই যুদ্ধের প্রস্তুতি ভারত নাকি আমেরিকা নাকি দক্ষিণ চিন সাগর বিতর্কে চ্যালেঞ্জ জানানো অন্য কোনও দেশ, তা বুঝতে আরও পর্যবেক্ষণ দরকার। যদিও চিনের একতরফা চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে যে কোনও মূল্যে সীমান্ত রক্ষায় তৎপর ভারতও। সেনা বাহিনীকে এজন্য পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। চিনের আগ্রাসন ও মিথ্যাচারের রেকর্ড মনে রেখে লাদাখের সর্বোচ্চ ও দুর্গম এলাকাগুলিতে আসন্ন শীতে প্রবল শৈত্যপ্রবাহ উপেক্ষা করে প্রহরা দেবে ভারতীয় সেনা।

আরও পড়ুন- মহম্মদ বাজারে জাতীয় সড়কের উপর ব্রিজে ফাটল, আশঙ্কায় স্থানীয়রা

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...