Friday, November 7, 2025

মহম্মদ বাজারে জাতীয় সড়কের উপর ব্রিজে ফাটল, আশঙ্কায় স্থানীয়রা

Date:

ফের জাতীয় সড়কের উপর ব্রিজে ফাটল। ঘটনাটি ঘটেছে বুধবার বীরভূমের 14 নম্বর জাতীয় সড়কের ডেউচা দ্বারকা নদীর ব্রিজে । দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই ঘটনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভাঙা অংশে মেরামতির কাজ শুরু হয়েছে বলে দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের। পণ্যবাহী ভারী যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ বাজার থানার ডেউচার দ্বারকা নদীর উপর সেতুতে ফাটল দেখা গিয়েছে। এদিন সকাল থেকেই পণ্যবাহী ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ওই রাস্তার উপর। মল্লারপুর সাঁইথিয়া হয়ে সেই সমস্ত গাড়ি চলাচল করছে। যদিও ছোট গাড়ি বা যাত্রীবাহী বাস চলাচল করছে সেতুর ওপর দিয়ে। উত্তরবঙ্গের সঙ্গে রাঢ় বঙ্গের যোগাযোগের এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেতু। এছাড়া সামরিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটি। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ এর মাধ্যমে।

দ্বারকা নদীর উপর ১৯৫২সালে জলাধার সহ সেতুটি জেসপ কোম্পানি নির্মাণ করে। নদীর ওই জলাধারে মোট দশটি গেট আছে। বুধবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ভাঙা অংশটি। এলাকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ওই জায়গাটি ব্যারিকেড দিয়ে দেন। মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের আধিকারিকরা গিয়ে পর্যবেক্ষণ করেন। সম্প্রতি বেহাল জাতীয় সড়কের মেরামত কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়কের উপর অবস্থিত সেতু গুলি থেকে পিচের স্তর তুলে ফেলা হয়েছে।

রক্ষণাবেক্ষণের কাজ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের। গত ফেব্রুয়ারি মাসে এই সেতুর অন্য স্থানে ফাটল দেখা গিয়েছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেতুর ওপর লোহার পাত দিয়ে তার উপরে পিচ দিয়ে মেরামত করে দিয়েছিল। বারবার একই সেতুর উপর ফাটল দেখা দেওয়াতে উদ্বিগ্ন স্থানীয়রা। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে পুরো ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে বলে আশঙ্কা তাঁদের। বীরভূমের জাতীয় সড়কের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নিশিকান্ত সিং বলেন, “সেতুর ফাটল নজরে আসতে দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে। এই সেতুর বিকল্প হিসাবে কর্তৃপক্ষের কাছে আর একটি সেতু নির্মাণ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। অনুমতি মেলে দ্রুত নির্মাণ করা হবে”।

আরও পড়ুন- ইস্টবেঙ্গল গোলকিপার এখন ফ্লিপকার্ট কর্মী! কাঁধে করে ভারী পণ্য ডেলিভারি করছে বহুতলে

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version