Saturday, November 15, 2025

ক্রমশ বাড়ছে উত্তেজনা, সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ শি জিনপিংয়ের

Date:

একদিকে ভারত-চিন সীমান্তবর্তী লাদাখকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়েছে দুই দেশের মধ্যে। একই সঙ্গে দক্ষিণ চিন সাগরে বেড়েছে মার্কিন রণতরীর প্রাদুর্ভাব। এহেন পরিস্থিতির মাঝেই এবার দেশের সেনাবাহিনীকে যেকোনও রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিয়ে দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের প্রেসিডেন্টের এই বার্তা মূলত দেশের নৌবাহিনীকে উদ্দেশ্য করে।

জানা গিয়েছে, সম্প্রতি চিনের গুয়াংদংয়ের ছাওঝুতে পিপল’স লিবারেশন আর্মির ‘নেভি ম্যারিন কর্পস’ পরিদর্শনে এসেছিলেন জিনপিং। এখানেই নৌবাহিনীর শীর্ষ কর্তাদের তিনি জানান, দেশের নৌবাহিনীকে যুদ্ধের জন্য পুরোদমে প্রস্তুত করার পাশাপাশি রণকৌশলের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা। উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন নীতি ক্রমশ ব্যাপক আকার নিয়েছে। দক্ষিণ চিন সাগরে চিন সরকারের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সরব হয়েছে বহু দেশ। চিনকে যোগ্য জবাব দিতে দক্ষিণ চিন সাগরে একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা। পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে তা বেশ বুঝতে পারছে শি জিনপিং প্রশাসন। যার জেরে এবার মরিয়া হয়ে উঠেছে তারা। গোটা পরিস্থিতি মোকাবেলা করতেই এই বার্তা বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: করোনা আক্রান্ত সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব

প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন নীতির দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছে জাপান ও তাইওয়ান। তবে বেপরোয়া চিন কখনও আমল দেয়নি তাদের কথায়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ চিন সাগরে মহড়া চালিয়েছে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, আমেরিকার মতো দেশ গুলি। ফলস্বরূপ বেশ চাপে পড়েছে শি জিনপিং প্রশাসন। এহেন পরিস্থিতির মাঝেই এবার দেশের নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে দিলেন চিনের একনায়ক শি জিনপিং।

Related articles

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...
Exit mobile version