Wednesday, December 17, 2025

ক্রমশ বাড়ছে উত্তেজনা, সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ শি জিনপিংয়ের

Date:

একদিকে ভারত-চিন সীমান্তবর্তী লাদাখকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়েছে দুই দেশের মধ্যে। একই সঙ্গে দক্ষিণ চিন সাগরে বেড়েছে মার্কিন রণতরীর প্রাদুর্ভাব। এহেন পরিস্থিতির মাঝেই এবার দেশের সেনাবাহিনীকে যেকোনও রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিয়ে দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের প্রেসিডেন্টের এই বার্তা মূলত দেশের নৌবাহিনীকে উদ্দেশ্য করে।

জানা গিয়েছে, সম্প্রতি চিনের গুয়াংদংয়ের ছাওঝুতে পিপল’স লিবারেশন আর্মির ‘নেভি ম্যারিন কর্পস’ পরিদর্শনে এসেছিলেন জিনপিং। এখানেই নৌবাহিনীর শীর্ষ কর্তাদের তিনি জানান, দেশের নৌবাহিনীকে যুদ্ধের জন্য পুরোদমে প্রস্তুত করার পাশাপাশি রণকৌশলের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা। উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন নীতি ক্রমশ ব্যাপক আকার নিয়েছে। দক্ষিণ চিন সাগরে চিন সরকারের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সরব হয়েছে বহু দেশ। চিনকে যোগ্য জবাব দিতে দক্ষিণ চিন সাগরে একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা। পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে তা বেশ বুঝতে পারছে শি জিনপিং প্রশাসন। যার জেরে এবার মরিয়া হয়ে উঠেছে তারা। গোটা পরিস্থিতি মোকাবেলা করতেই এই বার্তা বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: করোনা আক্রান্ত সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব

প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন নীতির দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছে জাপান ও তাইওয়ান। তবে বেপরোয়া চিন কখনও আমল দেয়নি তাদের কথায়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ চিন সাগরে মহড়া চালিয়েছে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, আমেরিকার মতো দেশ গুলি। ফলস্বরূপ বেশ চাপে পড়েছে শি জিনপিং প্রশাসন। এহেন পরিস্থিতির মাঝেই এবার দেশের নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে দিলেন চিনের একনায়ক শি জিনপিং।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version