Thursday, August 21, 2025

চিন বিরোধী আবেগ উসকে নির্বাচনী প্রচারে উত্তাপ ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কার্যত চিনের দালাল প্রতিপন্ন করতে নেমেছেন তিনি। শেষ বেলার নির্বাচনী প্রচারে আমেরিকানদের তাতিয়ে ট্রাম্প বলছেন, বাইডেন জেতা মানে করোনা ছড়ানো দেশ চিনের জয়। ডোনাল্ড ট্রাম্পের কথায়, আমি যদি এবার নির্বাচিত না হই, তাহলে চিন ২০ দিনেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কব্জা করে নেবে।

একইসঙ্গে, নির্বাচনী প্রচারে করোনা প্রতিষেধক নিয়ে ভোটারদের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ এর নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন দ্রুত এসে যাবে। দেশের কর্পোরেট জগতকে ট্রাম্পের আশ্বাস, তিনি পুনরায় নির্বাচিত হলে আরও একবার উন্নয়নের পথে হাঁটবে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ট্রাম্পের দাবি, বিশ্বজুড়ে চিন ভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং কেবল ট্রাম্প প্রশাসনই এর যথাযথ প্রত্যুত্তর দিতে পারে।

নিউইয়র্ক, শিকাগো, ফ্লোরিডা, পিটসবার্গ, শোবোগান, ওয়াশিংটন ডিসি-র ইকোনমিক ক্লাবের উদ্দেশ্য হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেছেন, আমেরিকাবাসীর সামনে দু’টি পথ খোলা রয়েছে। একটি হল আমার আমেরিকানপন্থী নীতি যার মাধ্যমে দেশে ঐতিহাসিক সমৃদ্ধি আসবে, আর অন্যদিকে উগ্র বামপন্থী মতামতে বিরাট দারিদ্র্য ও মন্দার সৃষ্টি হবে। এর আগে পেনসিলভেনিয়ায় তাঁর সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি। ট্রাম্প স্মরণ করান, কীভাবে জো বাইডেন তাঁর বক্তৃতার মাঝে প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী মিট রোমনির নাম ভুলে গিয়েছিলেন। ট্রাম্পের মন্তব্য, বাইডেন জেতা মানে চিনের জয়। সেইসঙ্গে অন্যান্য বামপন্থী দেশের জয়। আর এরা প্রত্যেকেই আমাদের ক্ষতি করবে। আর আমরা যদি জিতি তবে আপনি জিতবেন, পেনসিলভেনিয়া জিতবে এবং গোটা আমেরিকা জিতবে।

আরও পড়ুন- গার্হস্থ্য হিংসা মামলা চলাকালীন শ্বশুরবাড়িতে পুত্রবধূর থাকা আইনত বৈধ : সুপ্রিম কোর্ট

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...
Exit mobile version