Monday, November 3, 2025

নরেন্দ্র মোদির ছেলের নাম লাদেন! যোগী রাজ্যের ভোটার লিস্টে চক্ষু চড়কগাছ

Date:

সরকারি কর্মীদের বেখেয়ালিপনায় মাঝেমধ্যেই হাস্যকরভাবে সংবাদ শিরোনামে উঠে আসে ভোটার লিস্টের অদ্ভুত সব নাম। এবার সেই তালিকাতেই সংবাদ শিরোনামে উঠে এলো যোগীর রাজ্য উত্তর প্রদেশ। আগামী বছর পঞ্চায়েত নির্বাচন রয়েছে উত্তর প্রদেশে। সেই উপলক্ষে জেলায় জেলায় চলছে জোরকদমে ভোটার লিস্ট তৈরীর কাজ। সেখানেই এবার ধরা পড়ল অদ্ভুত সব নাম। নাম বিভ্রাট এমন পর্যায়ে পৌঁছেছে যে নরেন্দ্র মোদির সন্তান হয়ে গিয়েছে ওসামা বিন লাদেন। তবে এখানেই শেষ নয়, নামের তালিকায় রয়েছেন বারাক ওবামা, অনিল কাপুর, সোনাম কাপুর, মায়াবতী, শিবরাজের মতো ভিভিআইপিরাও। অদ্ভুত এই ভোটার লিস্ট দেখে ভিমরি খাওয়ার জোগাড় হয়েছেন প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাইসাহিয়া গ্রামে। নামের এমন বহর দেখে রীতিমতো স্তব্ধ বিএলও অফিসার প্রমিলা দেবী। এই আধিকারিককে এই ভোটার লিস্ট খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নামের তালিকা হাতে পেয়ে রীতিমতো চমকে ওঠেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রমিলা দেবী বলেন, ‘২০১৫ সালের নির্বাচনের আগে শেষবার এই ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল। এরপর গত ৫ অক্টোবর আমার হাতে আসে ভোটার লিস্ট। তালিকা খতিয়ে দেখার সময় বেশ কয়েকটি নাম নিয়ে আমার সন্দেহ জাগে। গতবছর নির্বাচনের আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল সেবার অনুসন্ধান করে জানা যায় ওই নামে গ্রামে কেউ থাকেন না।’ ইতিমধ্যেই নয়া এই ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিজেপির দুর্গাপুজো? কড়া প্রশ্ন পরিবার থেকেই

উল্লেখ্য, ওই গ্রামের যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে দেখা গিয়েছে নরেন্দ্র মোদির ছেলে লাদেন। কোথাও আবার রয়েছে চেক-এর ছেলে পাংখা। সব মিলিয়ে চূড়ান্ত গোলমাল রয়েছে লিস্টে। তবে এই ঘটনা এই প্রথমবার নয়, ২০১৫ সালেও ভোটার লিস্টে অদ্ভুত ধারা নামের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তরপ্রদেশের ভাইসাহিয়া নামের এই গ্রাম। পাঁচ বছর পর ফের একই গোলযোগের কারণে চিন্তিত প্রশাসন।

Related articles

নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রতিনিয়ত প্রণয়ন থেকে তা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান বাংলার সরকার। সেই...

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...

ব্রাত্যজন থেকে বিশ্বকাপজয়ী দ্রোণাচার্য, অমল আলোয় উদ্ভাসিত ভারত

বিশ্বজয়ের(India's Women's World Cup) সাফল্যের আলোয় উদ্ভাসিত ভারতীয় মহিলা ক্রিকেট। উৎসবের মরশুম শেষে নতুন করে দেবীপক্ষের ভোর আনলেন...

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...
Exit mobile version