অধিকৃত কাশ্মীর ছাড়তে হবে পাকিস্তানকে, কড়া ভাষায় এবার হুঁশিয়ারি ভারতের

দীর্ঘ বছর ধরে কাশ্মীরের অনেকখানি অঞ্চল নিজেদের অধিকারে নিয়ে রেখেছে পাকিস্তান। বেআইনিভাবে দখল করে রাখা এই অঞ্চল এবার খালি করার বার্তা দেওয়া হল পাকিস্তান সরকারকে। নাম না করে পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে ইমরান সরকারকে বুধবার এক হাত নিলেন বিদেশমন্ত্রকের সচিব বিকাশ স্বরূপ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আজ না হলে কাল অবিলম্বে প্রতিবেশী দেশকে ছেড়ে যেতে হবে অধিকৃত কাশ্মীর।

কমনওয়েল্থের ২০ তম বিদেশমন্ত্রক পর্যায়ের বৈঠকে বুধবার উপস্থিত হয়েছিলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব বিকাশ স্বরূপ। সেখানেই পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে নাম না করে পাকিস্তানকে একহাত নেন তিনি। জানান, ‘তথাকথিত বিতর্কিত অঞ্চল নিয়ে একটি বিতর্ক বর্তমানে বিরাজমান। তা হলো বেআইনিভাবে এই এলাকা দখল করে রেখেছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। তবে আজ না হলে কাল অবিলম্বে তাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে।’ এর পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে বিকাশ স্বরূপ আরও বলেন, ‘যে দেশ আমাদের দিকে আঙুল তুলছে তারা নিজেরাই ৪৯ বছর আগে নির্বিচারে গণহত্যা করেছিল। জঙ্গি কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ওই দেশ। ওখানকার সরকার জঙ্গিদের মদদদাতা।’

আরও পড়ুন: Breaking: রাজনীতি থেকে স্বেচ্ছা-অবসরের পোস্ট মুকুলপুত্রের, চর্চা

পাশাপাশি নিজের ভাষনে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের কথা তুলে ধরেন বিদেশ মন্ত্রকের সচিব। বলেন, গোটা বিশ্ব যখন করোনার সঙ্গে লড়তে ব্যস্ত তখন নিজের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে ওরা। দেশের অন্দরে ঘৃণা ছড়ানো হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে। মানবতা ও স্বাধীনতা প্রতিপদে খর্ব হচ্ছে সেখানে। এর পাশাপাশি কমনওয়েলথ ইস্যুতে তিনি আরও বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয় আজকের এই বৈঠকটি আমাদের প্রতিবেশী দেশের দ্বারা ভুলভাবে ব্যবহৃত হল। দক্ষিণ এশিয়ার এই দেশ নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়িত করার লক্ষ্যে অনবরত মিথ্যাচার করে চলেছে। তাদের এই অসৎ অভিসন্ধি ঘোর বিরোধিতা করছে ভারত সরকার।’