Friday, August 22, 2025

কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

Date:

কারও জন্য কাজ আটকাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ-এ নেমেছেন, সেটাও কারও জন্য স্তব্ধ হবে না। আজ, বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে তাঁর কাছে প্রশ্ন ছিল, বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে উন্নয়ন-এর কাজ কি ব্যহত হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “বেহালা পূর্বের বিধায়ককে কেন দেখা যাচ্ছে না, সেই প্রশ্নের উত্তর তিনিই দিতে পারবেন না। তবে বেহালা পূর্বের বিধায়কের জন্য কোনও কাজ আটকে নেই। সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানকার কাউন্সিলররা কাজ করছেন। দলীয় ভাবে সংগঠন কাজ করছে। কারও জন্য কোনও কাজ আটকে নেই।”

একইসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকাড়কে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপাল সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওনার মাথার ঠিক নেই। তার কোনও প্রসঙ্গে কোনও প্রশ্নের উত্তর আমি দেবো না। আগে ওনার মাথা ঠিক হোক, তারপর উত্তর দেব।”

এর পাশাপাশি পুজো সংক্রান্ত ইস্যু নিয়ে পার্থবাবু বলেন, “দুর্গাপুজোয় যাতে মানুষ কোনওরকম সংক্রমিত না হয় সেই ব্যবস্থা করেই পুজো করা হচ্ছে। দুর্গাপুজা হচ্ছে শুধু বাঙালির প্রধান উৎসব নয়, এটা এখন জাতীয় উৎসব। এই উৎসব হবে ঠিকই, কিন্তু যে যে স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন তা সবাই মানবে। করোনা কিভাবে সামলাতে হয় তা আমাদের সরকার ভালো জানে। করোনার বিরুদ্ধে লড়াই করেই আমাদের দুর্গাপুজা হবে।”

আরও পড়ুন- ইউটিউব চ্যানেল-আইপি টিভিতে সংবাদ পরিবেশন আর নয়

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version