সোমেন নেই, কলেজ স্কোয়ার তৃণমূলের হাতে, সভাপতি সৌগত

কলেজ স্কোয়ারে দুর্গাপুজো কমিটিতে বড়সড় বদলের খবর। সভাপতি ছিলেন কংগ্রেস নেতা সোমেন মিত্র। তিনি প্রয়াত। এবার সভাপতি তৃণমূল সাংসদ সৌগত রায়। রটনা, নেপথ্যে তাপস রায়। যদিও সবাই মিলেমিশে চলেন; তবু পুজো-রাজনীতিতে এ একটা বড় বদল বটে। এদিকে পুজোর প্রাণপুরুষ বাদল ভট্টাচার্যকে দেখা যাচ্ছে না। তিনি সোমেনবাবুর অভিন্নহৃদয় বন্ধু এবং কংগ্রেস নেতা। একাংশ বলছে বাদলবাবু নতুন ব্যবস্থায় জায়গা পাচ্ছেন না। অন্য অংশ বলছে সোমেনবাবুর মৃত্যুর পর শোকাহত বাদল নিজেকে গুটিয়ে নিয়েছেন। পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে।

আরও পড়ুন-জল্পনার ফেসবুক পোস্টের পর সাংবাদিক বৈঠক ডেকে বিজেপিতে অস্বস্তি বাড়ালেন মুকুল-পুত্র