লড়াইয়ের ডাক, কাশ্মীরের অধিকার ফেরাতে বিরোধ ভুলে হাতে হাত মুফতি-আব্দুল্লার

জম্মু কাশ্মীর থেকে মোদি সরকারের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কোমর বেঁধে মাঠে নামতে চলেছে বিরোধীরা। সম্প্রতি পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মুক্তির পর বিরোধীদের সঙ্ঘবদ্ধ লড়াই নতুন মাত্রা পাচ্ছে। কাশ্মীরের মাটিতে রাজনৈতিক দিক থেকে একে অপরের প্রতিপক্ষ হলেও উপত্যকার মর্যাদা রক্ষায় তারা সর্বদা এক। একথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। মুফতির মুক্তির পর সম্প্রতি ফারুক আব্দুল্লার বাড়িতে বৈঠকে বসেন ভূস্বর্গের সমস্ত রাজনৈতিক দলগুলি। আর সেখান থেকেই বার্তা দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ লড়াইয়ের।

গত বছর ৫ অগাস্ট জম্মু কাশ্মীরের থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর নিরাপত্তার স্বার্থে গৃহবন্দি করা হয় উপত্যকার রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বকে। সম্প্রতি একে একে মুক্তি দেওয়া হচ্ছে তাদের। আগেই মুক্তি পেয়েছিলেন ফারুক আব্দুল্লার, ওমর আব্দুল্লার মত নেতৃত্বরা। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছেন মেহবুবা মুফতি। এরপরই ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদু্ল্লার বাড়িতে বৈঠকে বসেছিলেন ভূস্বর্গের রাজনৈতিক দলগুলি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ওমর আবদুল্লা, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, পিপিলস কনফারেন্স নেতা সজ্জাদ লোনে, পিপলস মুভমেন্ট নেতা জাভেদ মীর এবং সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তিরঘামি। কাশ্মীরের অধিকার ফেরাতে মোদি সরকারের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াইয়ের জন্য সম্মত হয়েছেন প্রত্যেকেই।

আরও পড়ুন: আমরা ছিলাম, আছি, থাকব: উদ্বোধন মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আব্দুল্লা জানান, কাশ্মীরের অধিকার রক্ষায় জোট বেঁধেছে সংগ্রামের ডাক দেওয়া হয়েছে তারা যার নাম পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লেয়ারেশন। গত ৫ আগস্ট কাশ্মীরের যে বিশেষ অধিকার চুরি করা হয়েছিল তা ফিরিয়ে আনাই এই জোটের উদ্দেশ্য। উল্লেখ্য, দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর গত মঙ্গলবার মুক্তি পেয়েছেন পিডিপি নেত্রী তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। মুক্তি পাওয়ার পরই এদিন সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর লড়াইয়ের বার্তা দিলেন তিনি।