Wednesday, November 5, 2025

নতুন লুকে সঞ্জয় দত্ত, কেজিএফ ২-এর জন্য করালেন হেয়ারকাট

Date:

তিনি দৃঢ়প্রতিজ্ঞ, ক্যান্সারকে হারাবেনই। মারণ রোগ ক্যানসারও তাঁর মনোবলকে ভাঙতে পারেনি। ফের নতুনভাবে কাজের জগতে ফিরতে চলেছেন সঞ্জয় দত্ত। নভেম্বরের প্রথম দিকে শুরু হবে তাঁর পরবর্তী ছবি ” কেজিএফ ২ ” এর শ্যুটিং। তার আগে নিজের চিরাচরিত হেয়ারস্টাইল বদলে নতুন হেয়ারকাট করালেন সঞ্জু বাবা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি অভিজাত সালোঁতে হেয়ারকাট করাচ্ছেন সঞ্জয়। সালোঁটি তাঁর তাঁর বহুদিনের পুরানো হেয়ার স্টাইলিস্ট বন্ধু আলিম হাকিমের।

আরও পড়ুন : সুশান্ত মামলার তদন্ত এখনও চলবে, সংবাদমাধ্যমের ‘গুজব’ খারিজ সিবিআইয়ের

কপালে তাঁর ক্ষতের চিহ্ন৷ সেই চিহ্ন দেখিয়ে সঞ্জয় বলে উঠলেন, ” এই দাগটা দেখতে পাচ্ছেন? এটা সাম্প্রতিক হময়ের। ক্যানসারকে হারাবোই… আবার ফিরে আসব সুস্থ জীবনে। ” তিনি আরও বলেন, ” বাড়ির বাইরে বেরোতে পেরে ভালো লাগছে। কেজিএফ সিনেমার জন্য এই দাড়ি রাখছি। নভেম্বরেই শ্যুটিং শুরু হবে। সেটে ফিরতে পারলে দারুন ব্যাপার হবে। ”

সঞ্জয় আরও বলেন, আলিম তাঁর দীর্ঘদিনের হেয়ারস্টাইলিস্ট। চুলের রং নিয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা আলিম সবসময় তাঁর উপরেই করেছেন। আলিম একসময় সঞ্জয় দত্ত-র ডেবিউ ফিল্ম ‘রকি’র স্টাইলিস্ট ছিলেন।

আরও পড়ুন : ভালো আছেন সৌমিত্র, ICU থেকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হল অভিনেতাকে

কয়েকমাস আগেই অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন অভিনেতা। উন্নত চিকিৎসার মাধ্যমে বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সঞ্জয় দত্তের রুগ্ন ও অসুস্থ চেহারা৷ ক্যানসার একেবারেই যেন শরীরকে দুমড়ে, মুচড়ে ভেঙে দিয়েছে। যা দেখে বলা মুশকিল ছিল যে সেটা সঞ্জয় দত্তের ছবি।

তবে ফের ফর্মে ফিরছেন তিনি। তাঁর এই হেয়ার কাটিংয়ের ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁই বন্ধু, আলিম। ভিডিওয়, অনেক কথা শেয়ার করলেন বাবা। শুধু ভিডিও নয়, নিজের ইনস্টা প্রোফাইলে কয়েকটি ছবিও আপলোড করেছেন তিনি। সঞ্জয়ের এই মানসিক শক্তি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। আপাতত, তাঁর ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। কেজিএফ চ্যাপ্টার ২, সামসেরা, ভুজ- দ্যা প্রাইড অফ ইন্ডিয়া, পৃথ্বীরাজ এবং তোরবাজে দেখা যাবে সঞ্জয় দত্তকে।

আরও পড়ুন : ফের সঙ্গীত জগতে করোনার থাবা, কোভিড পজিটিভ কুমার শানু

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version