Sunday, November 16, 2025

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল প্রসার ভারতী। তাদের সংবাদ কভারেজ নিয়ে অসন্তুষ্ট হওয়ার ফলেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। কেন্দ্রীয় সরকারের মালিকানাধীন প্রসার ভারতী সংবাদ সংস্থাকে একটি চিঠি লিখে তার সাবস্ক্রিপশন বাতিল করেছে। বৃহস্পতিবার, পাঠানো একটি চিঠিতে পিটিআইকে জানিয়েছে, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ইংরেজি ভাষা এবং অন্যান্য মাল্টিমিডিয়া, ডিজিটাল পরিষেবার জন্য সমস্ত দেশীয় সংবাদ সংস্থার কাছ থেকে নতুন বিড নেওয়া হবে।

প্রচার ভারতী সংবাদ পরিষেবা ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রধান সমীর কুমার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, “প্রসার ভারতী এবিষয়ে জানানোর পরে পিটিআইও এতে অংশ নিতে পারে।” বর্তমানে প্রচার ভারতী তার নিউজ সাবস্ক্রিপশনের জন্য পিটিআইকে বার্ষিক 6.85 কোটি টাকা দিচ্ছে।

চলতি বছরের জুনে, প্রসার ভারতীর এক বর্ষীয়ান আধিকারিক পিটিআইয়ের লাদাখ মামলার প্রচারের নিন্দা করে, এটিকে দেশেদ্রাহিতার বলে অভিহিত করেন। এ সময় সমীর কুমার পিটিআইয়ের চিফ ব্রডকাস্টিং কর্তাকে একটি চিঠি পাঠান। তিনি বলেন, সংবাদ সংস্থার এই ধরনের খবর জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকারক এবং ভারতের আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুন্ন করে।

প্রসার ভারতী দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও পরিচালনা করে। এই উভয়ই দীর্ঘদিন পিটিআইয়ের গ্রাহক। প্রসার ভারতীর বোর্ডও ইউএনআই-এর অন্য একটি সংস্থার সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, দেশীয় সংস্থা থেকে নতুন গাঁটছড়া বাধার চিন্তা করছে পিটিআই।

আরও পড়ুন- ‘আমি মুসলিম মেয়ে, সুখে আছি হিন্দুকে বিয়ে করে’, তনিষ্ক বিতর্কে জল ঢাললেন জারা

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version