Monday, November 10, 2025

বলিউড যাবে যোগীরাজ্যে? শিবসেনা-বিজেপির রাজনৈতিক তরজায় বাড়ছে জল্পনা

Date:

তবে কি এবার আস্তানা পরিবর্তনের সময় এসেছে বলিউডের? চিরচেনা মুম্বই ছেড়ে এবার কি তবে উত্তরপ্রদেশে যাত্রা করবেন বলিউড। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই জল্পনায় শুরু হয়েছে বলিউডকে কেন্দ্র করে। শিবসেনা ও বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে এ জল্পনা এবার নতুন মাত্রা পেল। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে এবার মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাতেই বলিউডের মুম্বই ত্যাগের সম্ভাবনা আরও বেড়ে গিয়েছে।

সম্প্রতি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে এক বিবৃতি দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেখানে রীতিমতো অভিযোগের সুরে বলা হয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বদনাম করার জন্য মহারাষ্ট্র থেকে তা সরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। এটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই প্রথম বার এই ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন উদ্ধব ঠাকরে। সেখানে তাঁর এই বিবৃতির পর রীতিমতো জল্পনা চড়েছে। তবে শুধু উদ্ধব ঠাকরে নন মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিকও বলেন, মুম্বইতে বলিউডকে বদনাম করে তা উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত শুরু হয়েছে। এটা কোনওভাবেই সহ্য করা হবে না। শিবসেনার প্রবল বিরোধী হলেও বলিউড ইস্যুতে উদ্ধব ঠাকরের পাশে এসে দাঁড়িয়েছে এমএনএস। অন্যদিকে আবার বলিউড ইস্যুতে মহারাষ্ট্র সরকারকে রীতিমতো তোপ দেখেছেন বিজেপি নেতা অমরজিৎ মিশ্র।

আরও পড়ুন: ‘কেউ গুলি চালাবে না বেটা’, মানবতা দিয়ে জঙ্গিকে আত্মসমর্পণ করালেন সেনা অফিসার

টুইট করে তিনি লেখেন, ‘বাস্তব পরিস্থিতি বুঝতে গেলে মুখ্যমন্ত্রীর উচিত বাসভবন থেকে বাইরে বের হওয়া। এর আগের সরকার ৫২১ একরের ফিল্ম সিটিকে উন্নত করতে ২০৫০ কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বর্তমান সরকারের আমলে সে কাজ বিন্দুমাত্র এগোয়নি। পরিস্থিতি এমন থাকলে এই ইন্ডাস্ট্রি অন্য জায়গায় সরে যাবেই। উল্লেখ্য, গত মাসেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছিলেন ভারতের সবথেকে বড় সিটি তৈরি করা হবে উত্তর প্রদেশে। এরপরই বলিউডের মুম্বইতে যাওয়ার জল্পনা নতুন মাত্রা পায়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই জল্পনা আরও জোরদার হয়ে উঠছে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version