Friday, November 14, 2025

নাইট ক্যাপ্টেন্সি থেকে সরলেন দীনেশ, গম্ভীরের টুইট বাড়ালো জল্পনার আঁচ

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামার আগেই সকলকে চমকে দিয়ে নাইটের নেতৃত্ব ছেড়েছেন দীনেশ কার্তিক। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানের হাতে কেকেআরের দায়িত্ব তুলে দেওয়ার কারণ হিসেবে কার্তিক জানিয়েছেন, তিনি তার ব্যাটিংয়ে আরও বেশি করে মনোনিবেশ করতে চান। তবে এভাবে হঠাৎ দীনেশ কার্তিকের অধিনায়ক পথ থেকে সরে দাঁড়ানোর পর একটি টুইট করে বসলেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। আর সেই টুইটকে কেন্দ্র করে শুরু হল জল্পনা।

ক্রমাগত ব্যর্থতার কারণে দীনেশ কার্তিক নিজে থেকে কি অধিনায়ক পর থেকে সরে গেলেন? নাকি সরিয়ে দেওয়া হলো তাকে? বর্তমানে এই প্রশ্ন নিয়ে চলছে কাটাছেঁড়া। গৌতম গম্ভীরের পর ২০১৮ সাল থেকে নাইটের দায়িত্ব কাঁধে নিয়েছেন কার্তিক। তবে দায়িত্ব নিলেও সাফল্যের মুখ সেভাবে দেখতে হয়নি তাকে। ওই বছর প্লে-অফে উঠলেও, ২০১৯ সালে চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় কেকেআর। চলতি বছরেও সাত ম্যাচে মাত্র চারটিতে জিতেছে নাইট রাইডার্স। চূড়ান্ত খারাপ পারফরম্যান্সের জন্য স্বাভাবিকভাবেই কাঠগড়ায় উঠেছেন নাইট অধিনায়ক। এরপরই অধিনায়ক বদলের এই সিদ্ধান্ত। এহেন পরিস্থিতির মাঝেই একটি টুইট করে বসেন গৌতম গম্ভীর। আর তার টুইটকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য।

আরও পড়ুন: ‘দাদা’র শিরোপায় নতুন পালক দীপাবলিতে !

কলকাতাকে পরপর দুবার আইপিএল জেতানো অধিনায়ক গৌতম গম্ভীর টুইটে লেখেন, ‘একজন উত্তরাধিকার তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু তা নষ্ট করতে স্রেফ একটি মিনিট যথেষ্ট।’ তার এই টুইটের পর নানা রকম জল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। জল্পনা ওঠে তবে কি নাইট শিবিরে সৌরভ গাঙ্গুলীর মত কোনও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন গৌতম গম্ভীর। তবে সেসব প্রশ্নের উত্তর না মিললেও নাইট শিবিরে যে কিছু একটা ঘটে গিয়েছে তা সহজেই অনুমেয়।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...